নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমান বলেছেন, ‘নির্বাচনে কেউ জিতলে পরবর্তী তিন দিন তাঁর মাথা গরম থাকে। তিন দিন শেষ হয়েছে। কেউ আপনাদের হুমকি দিলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। যারা হুমকি দেবে, তাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমি হুমকির জবাব দিয়ে আসব। এই কাজটা আমি খুব ভালো পারি।
পাঞ্জাবি খুলে জিনসের প্যান্ট পরে নামব। আমরা সাচ্চা আওয়ামী লীগার। ক্ষমতায় এখনো আওয়ামী লীগ আছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী। সব কিছু ওলট-পালট করে দিতে আমার বেশি সময় লাগবে না।
’
আজ বৃহস্পতিবার শহরের উত্তর চাষাঢ়ায় পৈতৃক বাসভবন হীরামহলে এক কর্মিসভায় শামীম ওসমান এসব কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, বিগত সংসদ নির্বাচনে সিটি করপোরেশন এলাকায় বিএনপি-জামায়াত ভোট পেয়েছিল এক লাখ ১১ হাজার। এখন গ্যাস, বিদ্যুত্সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বিএনপি-জামায়াতের ভোট আরও বাড়ার কথা। সিটি নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোট কার বাক্সে পড়েছে। যেসব ভোটকেন্দ্রে ইভিএম ছিল, সেখানে ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পড়েছে।
বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে কর্মিসভা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সভায় শামীম ওসমান ছিলেন একমাত্র বক্তা। উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।
সভায় ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর থেকে আসা লোকজনের সংখ্যাই ছিল বেশি। সভা শেষে শামীম পাঁচ-ছয়জন লোক নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় পথচারীদের কাছে প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় কড়া পুলিশ প্রহরা ছিল। শামীম ওসমানের ঘনিষ্ঠ ক্যাডাররা পুরো পদযাত্রা কর্ডন করে রাখে।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।