সব বলতে,বলতে হয় না।
সত্যিকার অর্থেই আমরা দাসত্বের শিকলে বন্দি।
হ্যা, আমরা সবাই দাস।
না, কৃতদাসেরাও এর চেয়ে সম্মানে ছিল।
কিন্ত আমরা নই।
আমরা কর্পোরেশনের দাস। ঘাড় আমাদের, আর রক্ত তাঁদের।
আমরা ঋণের দাস, যা কিনা সবারই মোলিক অধিকার, যারা এটা বলে তাদের ধরে...
আমরা কথার দাস। জীবন আমার, আমায় চালায় অন্যের কথা।
আমরা ট্রেন্ডের দাস।
আমার টাকা, আর চয়েজ সিনেমার নায়কের।
আমরা টিভির দাস। সময় আমার, আর টাকা পায় চ্যানেল।
আমরা টিভি সিরিয়ালের দাস। ঘর আমাদের, পুড়ায় তাঁরা।
আমরা খাহেশের দাস।
আমরা ফর্মুলা ফুডের দাস।
আমরা ফাস্ট ফুডের দাস।
আমরা কোল্ড ড্রিঙ্কসের দাস।
আমরা এনার্জি ড্রিঙ্কসের দাস।
আমরা নেত্রীদের দাস।
আমরা নেতাদের দাস।
আমরা এর দাস , ওর দাস।
তাহলে আমরা যে বলি, আল্লাহ ছাড়া আমার আর কোন প্রভু নাই, জীবনে তার কতটুকুন প্রমান করেছি?
তাহলে কি আমরা সবাই ই মুনাফিক? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।