নিয়ন্ত্রণহীন বিপদের পিছু ছুটে চলা
দাসের যোগ্য নই চরণে আমি
দাসের যোগ্য নই চরণে আমি
দাসের যোগ্য নই চরণে
নইলে দশা ঘটত না আর মোর জীবনে
দাসের যোগ্য নই চরণে আমি
দাসের যোগ্য নই চরণে।
পদে যদি দাসী হতাম, চরণে রাখতে গুণধাম (২)
থাকত না আর অসত্য কাম (২)
দূরে যেত ভয় সমনে
দাসের যোগ্য নই চরণে আমি,
দাসের যোগ্য নই চরণে।
জানা গেল বেদ পূরাণে, ভক্তের বাক্য সবাই মানে (২)
তোম বিনে যাই কোন খানে (২)
পদে রেখ দীন হীনে
দাসের যোগ্য নই চরণে আমি
দাসের যোগ্য নই চরণে।
কেঁদে বলে বংশী ধারী, দাসের ভার কি এতই ভারী (২)
লালন বলে দেখব তারি (২)
দেখব এ স্বরূপ সাধনে (২)
দাসের যোগ্য নই চরণে আমি
দাসের যোগ্য নই চরণে
দাসের যোগ্য নই চরণে আমি
দাসের যোগ্য নই চরণে
নইলে দশা ঘটত না আর মোর জীবনে
দাসের যোগ্য নই চরণে আমি
দাসের যোগ্য নই চরণে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।