প্রথম কবিতা আমি তোমায় বাসি ভালো, তুমি আরেকজনে তুমি যারে বাসো ভালো, সেও অন্যমনে একা একা রাত্রি পোহাও দু:খের চুম্বোনে আমিও যে একি বৃত্তে, ঘুরছি সরল কোনে। তুমি যদি মন না ফেরাও, বলছি তবে শোনো আমিও তবে বাসবো ভালো, তমি যারে মানো, মেয়ে; বুঝনো না কেনো তুমি তা এটা ঠিক সেই ধরনের সমকামিতা নয়, বীজগনিতের রীতি মেনে ,এতে করে তোমায় আমায় জ্যামিতিক একটা, কিছু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।