আমাদের কথা খুঁজে নিন

   

বৃত্ত



মনের ভেতর বার বার কড়া নেড়ে যায় শব্দটা; "বৃত্ত"; ঠিক যেন বৃত্তেরই মতকরে; নিরন্তিম। বোধগম্য কোন অর্থ তৈরীর ক্রমাগত ব্যর্থ প্রচেষ্টায় হাতড়ে চলি অচেনা মনের কোণথেকে কোণে। আবারও বৃত্ত! কোনএক অসম্ভব কল্পনাকে সাথেকরে আমরা থেমে থেমে হেঁটে চলি বাস্তব সময়ের দিকে অথবা সময়ই এগিয়ে আসে আমাদের দিকে, আমাদের কল্পনা বিলাসকে ভেংচি কেটে। আসলে সবই আপেক্ষিক, সবই একই বৃত্তের শুরুর আর শেষের প্রান্তের গল্প। পরিশ্রান্ত মন যখন শেষ খুঁজে পায়, আমরা দেখি, এগোনো হয়নি এক পাও।

এই কষ্টের অনুভূতিটা সবারই একই রকম। কষ্ট কারও বাড়ি আলাদা করে চেনে না। আমাদের সময়টাকে আমরা দ্রুত পেরিয়ে যেতে চাই, একেবারে আলোর চেয়েও দ্রুত! কিন্তু সময়ের আঠা আমাদের গা ছাড়ে না। আমরা অনন্ত দৌড়াতে চাই, কিন্তু পারি না। আমাদের শ্রম আর উত্তেজনা ঘাম হয়ে ঝরেপড়ে আমাদের লোমকূপ থেকে।

মাথাথেকে শুরু করে ঘার-কাঁধ-পিঠ বেয়ে নেমে চলে। কিন্তু আমাদের মাথার ঘাম পায়ে পড়ে না। পাছার প্যান্টটা কোন মতে জায়গামত থাকে বলে আমরা বেঁচে যাই! হা!...হা!... আমাদের দিন রাত্রির পার্থক্য শুধু সূর্য ওঠা আর ডোবার অপেক্ষার মধ্যেই সীমাবদ্ধ। আমাদের সবারই অনেক অনেক মিল! পথ চলতে চলতে তাই হঠাৎই মনে হতে পারে, "আমরা সবাই একই রকম"। কিন্তু তখনই হয়তো কারও বেমক্কা ধাক্কায় আমাদের কর্মের ধ্যান ভেঙে যায়।

না! আমাদের কোন দোষই নেই! সবদোষ অন্যের! আমরা কোন খারাপ কাজ করতেই পারিনা! সব খারাপ কাজতো অন্যেরা করে! সুতরাং আমরা একে অন্যের উপর টেক্কাদিয়ে নায়ক হতে চাই। আরে হ্যাঁরে ভাই! আমরা সবাই নায়ক! সুতরাং নিষ্পাপ! আর যতদোষ নন্দ ঘোষ! তাই টেক্কাদেয়ার লড়াইয়ে আমাদের পাকা খেলোয়াড়ের মত খেলতে হয়! পাছে নায়কের মুখোশটা খুলে পড়ে! কিন্তু আমাদের ভদ্রতার মুখোশটা খুলে পড়তে থাকে! আমাদের দৈনন্দীন ব্যর্থতার প্রভাবে আমাদের ভাষার ব্যবহারে তারতম্য ঘটে: - কি? - সমস্যাডা কি? - তর সমস্যাডা কি? - দেইখ্যা চলবার পারস না? - তুই দেইখ্যা চলবার পারস না? ....................... ............................... আমরা আসলে কেউই কারো সাথে এঁটে উঠি না। তাই গলাবাজি চালাতে থাকি কোন মতে জেতার জন্য। জয় আমাদের খুবই জরুরী। আমরা সবাই নায়ক! আমরা সবাই নায়ক? বিজয়ীর খঞ্জরের পর, বোধহয় পরাজিতের গলাই এই পৃথিবীতে সবচে শক্তিশালী! সুতরাং একে অন্যের কাছে পরাজিত হয়ে চলতে থাকে আমাদের গলাবাজি! আমরা একে অন্যের কাছে হেরে যাই ঠিক উল্টোটার অনুভূতি নিয়ে! কারণ আমরা হারতে শিখিনি।

হারলে আমাদের জাত যায়! আমাদের কল্পনার নায়কেরা মরে না, বার বার জেগে ওঠে। এবং আবারও বৃত্ত! আমরা সবাই কোন না কোন একটা কিছুর আশায় ঘরথেকে বেরোই। সেই কোন একটা কিছু আমাদের কখনোই পাওয়া হয়ে ওঠে না। আমাদের কল্পনারা ক্লান্ত হয়ে পড়ে। আমাদের মনের নায়ক তখন শুতে-ঘুমাতে এবং আরও অনেক কিছু করতে চায়।

কিন্তু আমাদের স্বপ্নের নায়িকারা দেখা দেয় না! সুতরাং আমরা আবারো এঁটে উঠিনা! আমাদের ঘুম ভাল হোক আর নাই হোক, আমরা আবারও কোন একটা কিছুর আশায় ঘরথেকে বেরোই। সুতরাং আরেকটা বৃত্ত তৈরী হতে থাকে! শালার মধ্যবিত্ত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।