আমাদের কথা খুঁজে নিন

   

বৃত্ত



কর্ম ফলের পাকানো রূপ' অনেক দ্রত পরিণত হয়, সুকর্ম নাই তাই- দুঃকর্মে কাজ করে ভয়। বিবেগ গান গায়- 'একই ভুল কোরো না যেন আবার, যৌবনে ভুলে' বৃদ্ধে- তা হবে চরম আকার'। ও মন থাকনারে- একই বৃত্তে বারংবার। জীবনটা রেসের ট্রাক' ল্যাংচাতে ল্যাংচাতে ছুটি তবুও, দরজাহীন ঘরে যেতে- কুপিটা নিভিয়ো। জীবন আলোকিত করতে' যদি নাইবা পারি! ও আঁধার তোমার সাথে' আমার কিসের আড়ি? বেলের মাথায় বাড়ি। আত্মারাম সংযম সাধনে' বেজায় কিপটে, পারছি না নিখুত- তাই মেজাজ খিটখিটে। আসাহায়ত্বের রূপ দেখে- তুমি মজা নাও! বল তুমি' অবুঝ- আমার থেকে আর কি চাও? আমি কি পিপড়ে? আমায় যে এত বোঁঝা দাও।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।