আমাদের কথা খুঁজে নিন

   

বৃত্ত আর কত বড় হবে?

বিন্দু থেকে বৃত্ত প্রসারিত হচ্ছে ব্যাস আর ব্যাসার্ধ বড় হচ্ছি আমি, বড় হচ্ছি আমি, বড় হচ্ছি আমি .. দখিনা বাতাস শোনায় আনন্দ লহরী । বৃত্ত বড় হতে হতে এখন অনেক বড় আমি কি আরো বড় হবো? বিপ্রতীপ সময় ওড়ায় বিষণ্ণ সুর আয়নায় দেখি ভাঙ্গনের পালা - সময় প্রলেপে ভেসে ওঠে বলীরেখা একে একে নিভছে দেউটি- উধাও হচ্ছে আর্শীবাদ হাত । এখনো প্রসারিত ব্যাস আর ব্যাসার্ধ বৃত্ত আর কতোটুকু বড় হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।