ভালোবাসার হাতে পৃথিবীর সকল বিষ্ময়
একটাই মাত্র জীবন মানুষের
অসম্ভবের আবর্তে ডোবে-ভাসে
ঘোরে একটাই মাত্র বৃত্তে -
মায়ের বুক থেকে প্রেমিকার বুক হয়ে
আবার মায়ের বুকে,
তবুও সব ঘোড়া-ই পাড় ভাজ্গে সেই
অদ্ভূত ধূসর ক্লান্তির ডাজ্গায়
সব নদী-ই ছুটে চলে তুমূল গর্জনে
সব স্মৃতি ফিরে আসে ধানসিড়ির তীরে
সেই একটাই জীবনে ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।