আমাদের কথা খুঁজে নিন

   

জ্যাক অব অল ট্রেড।। বাঙ্গালীর নিজস্ব পণ্য, তাই প্যাটেন্ট করাটা জরুরী !

জনারণ্যে নির্জনতায় আক্রান্ত। নির্জনতাই বেশী পছন্দ, নিজের ভেতরে ডুবে থাকতেই ভাল লাগে। কিছুটা নার্সিসিস্টও। বাঙ্গালীর আশ্চর্যজনকভাবে বহুমুখি ব্যাবহারউপযোগী একটা সামগ্রী আছে যার তুলনা সে নিজেই ! তার সাথে তুলনীয় ২য় কোন সামগ্রী কেউ খুঁজে পাবেন না এটা হলফ করে বলা যায়। এমনকি এরকম অসাধারন প্রোডাক্টটির কিছু কিছু ব্যাবহার দেখলে চোখ কপালে না উঠে চোখ মাথায়ও উঠে যেতে পারে ! অরিজিনাল জিনিষের কি মর্ম তা এর ব্যাবহার না জানলে বোঝা যাবে না।

এহেন প্রোডাক্টটির প্যাটেন্ট করানো এখন আমাদের জাতীয় দায়িত্ব হয়ে গেছে ! আমরা যদি চুপচাপ বসে থাকি তাহলে অন্য কেউ এর প্যাটেন্ট করিয়ে নিয়ে যেতে পারে ! তখন আমাদের আম ছালা দুটিই যাবে, তখন আমাদের আঙ্গুল চোষা ছাড়া উপায় থাকবে না ! কতরকম ভাবে যে এ বস্তুটি ব্যাবহার করা হয় এবং যায় তা নিচে দেখুন : ১) ডঃ ইউনুসের ফতুয়ায় এবং তাঁর দ্বারা বিদেশী অতিথিদের গিফট । ২) স্পেনের রাণী সোফিয়ার গলার স্কার্ফ হিসেবে। ৩) বিবি রাসেলের গলার স্কার্ফ হিসেবে। ৪) মাথায় পাগড়ী হিসেবে। ৫) মাথায় টুপির বিকল্প হিসেবে।

৬) লুঙ্গির বিকল্প হিসেবে। ৭) নামাজের জায়নামাজ হিসেবে। ৮) খাবার সময় দস্তরখান হিসেবে। ৯) শীত অনুভুত হলে গায়ের চাদর হিসেবে। ১০) রোদ থেকে বাঁচার জন্য ছাতার বিকল্প হিসেবে।

১১) রাজনৈতিক দলের(কাদের সিদ্দিকী) প্রতীক হিসেবে। ১২) টাই এর বিকল্প হিসেবে। ১৩) মেয়েদের ওড়না হিসেবে। ১৪) গ্রামের মানুষের ফ্যাশন উপকরণ হিসেবে। ১৫) রিকসাচালক/সিএনজি ড্রাইভারদের নিত্যসঙ্গী হিসেবে।

১৬) কৃষকের নিত্যসঙ্গী হিসেবে। ১৭) ট্যাক্সীর সিটবেল্ট এর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে। ১৮) চোর / পকেটমার / বাটপারকে ধরে বেঁধে রাখার প্রয়োজনে। ১৯) মাছ ধরার জন্য। ২০) কোমরের বেল্ট হিসেবে।

২১) গলায় দড়ি দেয়ার প্রয়োজনে। ২২) মশারী খাটানোর সময় দড়ির অভাবে দড়ির বিকল্প হিসেবে। ২৩) ছাগল বেঁধে রাখার জন্য। ২৪) জানালার পর্দা হিসেবে। ২৫) মেয়েদের জামার কাপড় হিসেবে।

২৬) ছেলেদের ফতুয়ার কাপড় হিসেবে। ২৭) কোনায় বেঁধে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহনের প্রয়োজনে। ২৮) গাছে উঠার প্রয়োজনে দড়ির ল্যুপ হিসেবে। ২৯) বিছানার চাদরের অনুপস্থিতিতে চাদরের বিকল্প হিসেবে। ৩০) নষ্ট হয়ে যাওয়া সিএনজি কে অন্য সিএনজি দিয়ে টেনে নিয়ে যাবার প্রয়োজনে।

৩১) লঞ্চে যাতায়াতের সময় ডেকের যাত্রীরা মাদুর হিসেবে ব্যাবহার করে থাকেন। ৩২) কাদের সিদ্দিকির স্টাইল হিসেবে ৩৩) রুমাল হিসেবে হাত মুখ মোছার জন্য। ৩৪) সর্বোপরি গোসলের পর শরীর মোছার জন্য। আরও কত রকম যে ব্যাবহার আছে তা আল্লাহই ভাল জানেন, আমার ছোট মাথায় আসছে না ! প্রোডাক্টটির নাম কি আর বলার দরকার আছে ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.