আমাদের কথা খুঁজে নিন

   

রহস্যময় সিরিয়াল কিলার “জ্যাক দা রিপার”

হোয়াইট চ্যাপেল নামক লন্ডনের একটি ডিসট্রিক্তে ১৮৮৮ সালে জ্যাক দা রিপার নামক এক সিরিয়াল কিলারের আবির্ভাব হয়। ইতিহাসের সবচাইতে ভয়ংকর এই খুনি কে পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ড ও অন্যান্য গোয়েন্দা সংস্থান চিহ্নিত করতে পারেনি। বলা হয়ে থাকে তার চেহারা আসল নাম বাসস্থান এসমস্ত এক অমীমাংসিত রহস্য। জ্যাক দা রিপার কে নিয়ে এখন পর্যন্ত বহু টিভি নাটক সিনেমা তৈরি হয়েছে যার কোনটাই তার খুনে জীবন কাহিনীর ধারের কাছে যেতে পারেনি। তখনকার হোয়াইট চ্যাপেল শহরটি ছিল ময়লা আবর্জনা, নোংরা,গরীব, অতিরিক্ত জনগন, বস্তি বসতি, অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা ঘেরা।

জীবন যাপনের মান ছিলো দারিদ্র সীমার তলানিতে। এসবের পাশাপাশি যুক্ত হয় এক জীবন্ত আতংক জ্যাক দা রিপার। অনেকের লেখায় গল্পে নাটকে সিনেমায় জ্যাক দা রিপার কে ইংলিশ রাজ পরিবারের সাথে যুক্ত একটি চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। জ্যাক দা রিপার মুলত গরীব বস্তিবাসী পতিতাদের খুন করতে থাকেন। রাতের আধারে এই সমস্ত পতিতাদের পেট কেটে কিডনি নিয়ে যেতেন।

তার এই খুনের ধরন থেকে সন্দেহ করা হয় তিনি একজন ডাক্তার ছিলেন, সার্জারি সমন্ধে ভালো কাজ না জানা লোকের পক্ষে এই ভাবে পেট কেটে কিডনি নেয়া সম্ভব ছিলোনা। জ্যাক দা রিপার নিজের নাম ও খুন গুলোর কথা সবাইকে জানাতে একাধিক চিঠি লিখেছিলেন। এই চিঠি গুলো এক সাংবাদিকের কাছে তিনি পাঠিয়েছিলেন। এই চিঠির পরিমান এক সময় শখানেকের মতো দাড়ায়। জ্যাক দা রিপার কে নিয়ে লেখার কোন কারণ নাই, একটা খুনি কে নিয়ে লেখার দরকারটা কি? লেখছি তার কারণ হচ্ছে তার লেখা চিঠি গুলোতে ছিল অনেক কবিতা।

একেকটা চিঠিতে তিনি হত্যাকাণ্ডগুলোর এমন সব নাম দিয়েছেন আর এমন সব বর্ণনা দিয়েছেন তা বলার মতো না। তার সাহিত্তের প্রতি কি রকম আগ্রহ ছিল এবং তিনি যে একজন বড় মাপের লেখক ছিলেন তার সবচাইতে বড় প্রমান তার লেখা চিঠি গুলো। তার কিছু কবিতা এতো ভালো লেগেছে যা ভোলা সম্ভব না। ছোট আকারের কিছু কবিতা আছে যার ভাব ভাষার ব্যাবহার এবং গভীরতা অন্য পর্যায়ের। তার লেখা একটা কবিতা Life If music is poetry... And poetry is life... Music must be life. I had a guitar once But now I have a heap of ashes. Jack the Ripper তার লেখা আরেকটি কবিতা- Waiting Success is a person that you sit in front of your house for But they never show up And you decide, well... It's probably warmer inside, anyway. So you go inside and cry Over someone you've never met before While Failure comforts you Tells you it's all ok Like a friend loyal friend you really don't even like. Jack the Ripper জ্যাক দা রিপার যে চিঠিগুলো লিখেছিলেন সেই চিঠি গুলোর ছিল অদ্ভুত সব নাম যেমন ডিয়ার বস, ফ্রম হেল, সসি জ্যাকি।

তার সবগুলো চিঠি তিনি পদ্যরুপে লিখেছিলেন। তার একটি চিঠি ফ্রম হেল ছিলো এরকম- From hell Mr Lusk Sor I send you half the Kidne I took from one women prasarved it for you tother piece I fried and ate it was very nise. I may send you the bloody knif that took it out if you only wate a whil longer. signed Catch me when you Can জ্যাক দা রিপারের সিরিয়াল কিলিং এতো আলোচিত সমালোচিত ছিল যা কিনা এক সময় হোয়াইট চ্যাপেল শহরটিকে সম্পূর্ণরুপে বদলে দেয়। এই শহরের সব বস্তি ভেঙ্গে ভালো বাড়িঘর বানানো হয় নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হয় ঘনবসতি কমে যায়। এই পরিবর্তনের জন্য অনেকে আবার জ্যাক দা রিপার কে কৃতিত্ব দিয়ে থাকেন। একজন খুনি যার চেহারা দেখা গেলো না, যাকে চিহ্নিত করা গেলো না গ্রেপ্তার করা গেলো না, তার করা ভয়াবহ হত্যাকাণ্ডের চাইতেও পরে অনেক ভয়াবহ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কিন্তু তার মতো চিঠি কবিতা কয়জনা লিখতে পেড়েছে।

তার কারনে একটি দরিদ্র সুবিধাবঞ্চিত নোংরা শহর নতুন জীবন পেল এমন পরিবর্তন কয়জন আনতে পেড়েছে। জ্যাক দা রিপার ছিল একজন ভয়ঙ্কর হত্যাকারী হত্যা করেছেন অনেক দরিদ্র পতিতাদের কিন্তু রেখে গেছেন আরও অনেক কিছু। একজন অতি জঘন্য বেক্তিও ইতিহাসে শুধু শুধু স্থান পায় না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।