আমাদের কথা খুঁজে নিন

   

একনজরে ছোটদের মীনা সমগ্র ও আমার শিশুকালের মীনা ,রাজু ও মিঠু,নস্টালজিয়া পোষ্ট ও বটে (ছোটরা অবশ্যই স্বাগতম) )

"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ উৎসর্গ - সবচেয়ে পিচ্চি ব্লগার কিন্নরী সহ সব ব্লগার দের ছোটো বাবুদের বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম। বাবা, মা, দাদি, ছোট্ট একটা ভাই আর এক বোনের সঙ্গে থাকে ও। মিঠু নামে ওর একটা পোষা টিয়ে পাখিও আছে। মায়ের কাজে সাহায্য করে। ছোট ভাই রাজু স্কুলে যায়।

কিন্তু ও যায় না। ওরও স্কুলে যেতে ইচ্ছে করে। এই ইচ্ছের কথা বাবাকে জানাতেই বাবা বললেন, 'তুমি মাইয়্যা মানুষ, তোমার ইস্কুলে যাওনের দরকার নাই। ' বাবার কথায় মা-ও সায় দেন। কী আর করা! স্কুলে যখন যাওয়া হচ্ছেই না, তখন একটা বুদ্ধি করে ও।

ছোট ভাই রাজুর সঙ্গে মিঠুকে স্কুলে পাঠায়। মিঠু স্কুল থেকে শিখে এসে ওকে শেখায়। এভাবে একসময় গুনতেও শিখে যায়। একদিন গুনতে গুনতেই ও বুঝে ফেলে, ওদের মুরগি চুরি হচ্ছে। ওর বুদ্ধি আর শেখার গুণে ধরা পড়ে চোর।

শেষে মা-বাবা লেখাপড়ার গুরুত্ব বুঝতে পারেন। ও স্কুলে যেতে শুরু করে। দক্ষিণ এশিয়ায় মূলত হান্না বারবারা ও রায়মোহন স্টুডিওর যৌথ সহযোগিতায় প্রথমে ১৩টি মীনা কার্টুন ছবি বানানো হয়। এসব ছবি দেখানো হয় টিভিতে। গতকাল হঠাৎ করে কোন এক লিঙ্ক এর সুত্র ধরে আমার ছোট বেলার এই প্রিয় কার্টুন টির কথা মনে হল , সেই সাথে মনে পড়লো অনেক স্মৃতি ।

কারণ এটিই ছিল আমার ছোট বেলার নিত্য দিনের সংগী । সেই যখন থেকেই দেখানো হত । ঠিক কবে থেকে দেখা শুরু হয়েছিল জানি না ,তবে আম্মুকে মাঝে মাঝে বলতে শুনি যে এই কার্টুন টা দেখিয়েই নাকি আমাকে খাওয়ানো হয়ে যেত , যখন কিছুই খেতাম না তখন টিভিতে মীনা কার্টুন শুরু হয়ে আর যায় কোথায় ,আমি হা করে দেখছি আর আম্মু খাইয়ে দিচ্ছে । সেই সাথে কথা বলা শুরু টাও মিঠুর সেই সুর নকল করে আমার ছোট ভাই এর "পানির মত পাতলা খাবার" কিংবা "মাইয়াগো যত্ন নাও ,মাইয়াগো যত্ন নাও" সেই সহ নস্টালজিক করা ডায়ালগ গুলো মনে হলে আজও মনের অজান্তে হাসি পায় । গতকাল এর সেই নস্টালজিয়া থেকেই খোজা শুরু করি ইউটিউবে মীনার সেই কার্টুন ছবির এপিসোড গুলো বেশি খুজতে হয়নি মাত্র ২ ঘন্টা (নেট এর স্লো স্পীড ও কিছু টা দায়ী ) পেয়ে গিয়েছি সেই নস্টালজিয়া করে ফেলা মীনা র কার্টুন গুলো প্রথমেই শুরুর গানটা বা টাইটেল সং আমি বাবা মায়ের ছোট্ট আদরের মেয়ে এরপরেই সেই বিখ্যাত পর্ব "সব মুরগি ঠিক আছে" এই পর্বের চোর! চোর!! বলে গ্রাম বাসীর ধাওয়া আজও আমাকে হাসায় "বুদ্ধিমতী মিনা" "মীনা এলো শহরে " (এখন কার শিশুদের এটা দেখা উচিত বলে মনে হয় আমার) "মীনা কি স্কুল ছেড়ে দিবে" "জীবন বাচানো" (মিঠু দ্যা সুপার হিরো) "মীনার ৩ টি ইচ্ছে" এই পর্ব টা সবচেয়ে মজাদার অনেক গুলো ডায়ালগ এতোই মজার ছিল যে বলার মত না যেমন - জিনি- মীনা তুমি কি সিনেমার নায়িকা হতে চাও ? (সেই সাথে ব্যাকগ্রাউন্ড এ "দিদি তেরা দেভর দিওয়ানা গান") ছোট্ট বন্ধু তুমি সাবান দিয়ে হাত ধুতে ভুলে গিয়েছ।

মিঠুর "সাবান দিয়ে হাত ধৌও" "যৌতুক বন্ধ কর" "বিয়ের বয়স হয় নাই" "মীনা ও দুষ্টু ছেলে" এই কতগুলো পেলাম সেই সাথে আপনাদের কাছে আরো থাকলে কমেন্ট এ এ্যাড করতে পারেন ,পোষ্টে আপডেট করা হবে । বিশেষ ভাবে কৃতজ্ঞতা ব্লগার তেরো আপুর কাছে তার সাথে ফেসবুকে একটা স্ট্যাটাসে কমেন্ট চালাচালিতে এই পোষ্টের আইডিয়া আসে । সেই কমেন্ট থ্রেড এখানে সবশেষে আমার নিজস্ব কিছু কথা এই পোষ্ট টা দেবার পিছনের মুল উদ্দ্যেশ হল এই জিনিস গুলি কে একজায়গায় এনে রাখা ও নস্টালজিয়ায় ভুগা । সেই সাথে আরেকটা অব্যক্ত ইচ্ছাও আছে যেটা আমার একান্তই নিজস্ব অভিমত ,যে এখন কার বাচ্চারা শুনি বেন টেন বা ডোরায়ে মন এর কাটুন দেখে দিন পার করে ,ডোরায়েমন এ অনেক কিছুই শিক্ষনীয় আছে সেটা আমি মানি সেই সাথে এই কার্টুন গুলোও কিন্তু কম শিক্ষনীয় নয় যদিও সেটার প্রয়োজন হয়তো এখন অনেক জায়গায় মিটে গেছে কিংবা কালের গন্ডি তে এখন আর সেই আবেদন টি নেই তবুও তাদের এগুলো দেখার পর অনুভুতি টা কেমন হয় সেটা জানার আগ্রহ আমার অনেক । অন্তত নিজে তো নস্টালজিয়ায় ভুগছি ।

সোর্স - View this link মীনার কমিকস সিরিজ পাবেন এখানে ইংরেজী তে ,ইউনিসেফ এর পেইজ এ একটি সাক্কু তেরো যৌথ প্রযোজনা ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.