স্যার : তুমি বড় হয়ে কী করবে? ছাত্র : বিয়ে। স্যার : আমি বোঝাতে চাইছি, বড় হয়ে তুমি কী হবে? ছাত্র : জামাই। স্যার : আরে আমি বলতে চাইছি, তুমি বড় হয়ে কী পেতে চাও? ছাত্র : বউ। স্যার : গাধা, তুমি বড় হয়ে মা- বাবার জন্য কী করবে? ছাত্র : বউ নিয়ে আসব। স্যার : গর্দভ, তোমার মা-বাবা তোমার কাছে কী চায়? ছাত্র : নাতি-নাতনি। স্যার : ইয়া খোদা!...তোমার জীবনের লক্ষ্য কী? ছাত্র : বিয়ে। স্যার অজ্ঞান...। সংগৃহীত সূত্র ঃ রস আলো, প্রথম আলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।