গরিবের আবার সেট কেনা..... তাই ভাবিয়া চিন্তিয়া কাজ করিও..... ব্লগে যদি কেউ ব্যবহারকারী থাকেন একটু জানাবেন কি Symphony FT15 মডেলের সেটটির কোয়ালিটি কেমন। অথ্যৎ সেটে কি কোন সমস্যা আছে কি? ইদানিং নাকি সিম্ফনি বেশ কিছু সমস্যা সহ সেট বজারে চলে এসেছে। যার মাঝে টাচ কাজ না করা ও হ্যাং হয়ে যাওয়া অন্যতম। সেটটির বিস্তারিত ও মূল্য দেখুন নিচে: Symphony FT15 যারা এই সেটটি ব্যবহার করেছেন, বা নিকট কাউকে ব্যবহার করতে দেখেছেন তারা দয়া করে বলবেন কি এই মডেলের সেটটি সেটে কি কোন সমস্য আছে? এই সেট সংক্রান্ত যে কোন পরামর্শ বা উপদেশ সাদরে গ্রহনীয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।