আমাদের কথা খুঁজে নিন

   

অব্যক্ত বেদনা

অশ্রসিক্ত চোক্ষে নিত্য বসে থাকি একা অব্যক্ত বেদনা যন্ত্রনায় কাদে এ মন প্রতিনিয়তই চাইনি তোমার কাছে কোন প্রতিদান, ভালবাসার স্বীকৃতি কিংবা উচ্ছল প্রান। চেয়েছি শুধু সুবজ মাঠের বুকে দেখিতে এক টুকরো প্রভাত,রোদ্রের বিমল হাসি, আর ভোরের শিশির বিন্দু। চেয়েছি নিমগ্ন হতে মোহময় স্বপ্নে হারাতে আবার কখনো স্বচ্ছ ঝর্না ধারা চনচলতায় নিজেকে খুজেনিতে। চেয়েছি সেই যে স্বপ্নীল সময় যা ঝরেগেছে, ঝরেগেছে অবিরাম বৃষ্টির মতো। স্মৃতির এলবামের প্রতিচ্ছবিগোলো নিদারুণ যন্ত্রণায় আচ্ছাদিত করে। তোমার আমার স্মৃতিগুলো ভাবতে ভাবতে এখনো মনের অজান্তে রাত গড়িয়ে ভোর হয়। এখনো ইচ্ছে হয় নতজানু হয়ে বলি আমাকে আবারো শোনাও গান, আবারো ফিরিয়ে দাও সেই শিশির বেজা সোনালি সকাল। কিন্তু কানে ভেসে আসে সর্ব্দা অতৃপ্ত আত্মার দীর্ঘ্নিশ্বাস দুঃসহ ব্যথার সাজি নিয়ে ছুটে আসে চারপাশ হতে নৈরাশ্যের অন্দকার ছেয়ে ফেলে আমার মন। বয়েভিতু হয়ে নিরবে সরে যাই আমি, জুয়ার ভাঁটা নই,আমি এক অবিসপ্ত শুনামি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।