আমাদের কথা খুঁজে নিন

   

অব্যক্ত কথা



তুমি কি জানো তুমি কে? না তুমি তা জানো না। কারন তা আমি জানি। তুমি স্বচ্ছ কুয়াশার এক খন্ড আশার আলো। তুমি অবাক হয়ে চাইলে আমার দিকে। আর আমি মিষ্টি হেসে বললাম, এই তুমি কি স্নিগ্ধ তারার নীলাভ আলো।

সুগন্ধি মাখা মিষ্টি মধুর পাখি। যে পাখিকে আমি অনেক ভালোবাসি। তা তুমি জানোনা। কারন তা আমি তোমায় জানাইনি। ধুসর বিবর্ণ চোখে দেখি তোমায়।

তুমি তো আগের মতই আছো। এখনো রংধনুর রং এর মত সাতটি রং তোমার আশায় বসে আসে। তা সেই কথা তোমার জানার নয়। তুমি সেই, তুমি এই, আসলে কে তুমি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।