আমাদের কথা খুঁজে নিন

   

অব্যক্ত



যে মানবিকা আমার অন্তরাত্মায় ভালোলাগা ছড়িয়েছে তাকে ভালোবাসি বলা হয়নি বলা হয়নি তার হাসির উপমা খুঁজে না পাওয়ার কথা। যে নিরূপমা আমার মানসলোকে দ্বীপশীখা জ্বেলেছে তার ভালোবাসা চাওয়া হয়নি জানানো হয়নি তার চোখজুড়ে সারঙ্গীর সৌন্দর্যের কথা। যে মৃন্ময়ী আমার চিত্তপটে তার ছবি এঁকেছে তার জন্য প্রতীক্ষার কথা বলা হয়নি বলা হয়নি তার মুখপানে অপলক দৃষ্টির কথা। যে বিভাময়ী আমাকে চন্দ্রালোকে ভাসতে শিখিয়েছে তার হৃদয় চাওয়া হয়নি জানানো হয়নি তার কণ্ঠে অনাবিল মুগ্ধতার কথা। যে অনুপমা আমার আকাশ অধিকার করেছে তাকে অনুভবের কথা বলা হয়নি বলা হয়নি তার তরে প্রকৃতির সজীবতার কথা। যে নিপুনা আমাকে সবুজে হারাতে শিখিয়েছে তার বন্ধুতা চাওয়া হয়নি জানানো হয়নি তার তরে পুষ্পের দীনতার কথা। যে অপ্সরী আমাকে অতনুর পরিচয় জানিয়েছে তাকে "অতনু হতে চাইনা" বলা হয়নি বলা হয়নি আমার মত করে ভালবাসার কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।