ছুটতে ছুটতে হয়তো অনেকখানি পেছনে ফেলে এসেছি মুহুর্তগুলোকে; তারপরও সময়ের সাথে থাকার দীপ্ত শপথ মোর, জানিনা এই সময় কি মেনে নেবে সেই আমাকে...
এখনও তোমারই আছি;
বুকেরও কাছাকাছি,
শয়নে-স্বপনে-জাগরণে
নিশীথের অন্ধকারে।
জ্বালাময় এ জগতে –
বিশ্বাস করেছি সকলকে,
গন্তব্য করেছিলাম ঠিক,
কিন্তু বাঁক খেয়ে গেল
জীবনের পরিধি –
যেন এক পলকে!
না – সেটি ছলনা নয়
সেই পথ কন্টকময়,
তবুও সেই পথের
পথিক আমি;
তাই-ত আমার
এত পাগলামি!
সূদুরে গাঙচিল
ডানা মেলে উড়ে,
আর আমায় ভোরের আর্তি শোনায়।
যদি যেতেই হয় –
তবে না হয় দ্বিত্ত হয়ে,
কিছু লাজ, কিছু ভয়ে
পাড়ি দেব –
তবে জানি সে সময়
বেশী দূরে নয়,
এখন যে বায়ু বয়;
দক্ষিণা হাওয়ার তোড়,
আসবে সুনিশ্চয়।
তবু কেন এই আঁখিজল!
মুছে ফেল; এসো আজ
হাতে হাত রেখে,
নয়নে নয়ন সঁপে –
দৃঢ় করি এই বন্ধন;
ভাবি আজ সবাই আপনজন!
নির্মল সে মনে
কব কথা দু’জনে –
হয়তবা আনমনে,
জীবনেরই গোধুলীক্ষণে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।