ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিতে কোন সমস্যা মনে করছেন না নারায়ণগঞ্জ শহরের ভোটাররা।
ভোটাররা বলছেন, এ পদ্ধতিতে কোন ঝামেলা ছাড়াই দ্রুত ভোট দেওয়া সম্ভব।
শহরের ১৮নং ওয়ার্ডের শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, ড. নুলুয়া আলীয়া মাদ্রাসা, শীতলক্ষ্যা প্রাইমারী স্কুল, বাবুরাইল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ কেন্দ্রের ভোটাররা ইভিএম পদ্ধতিকে সহজ মনে করছেন।
ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা কেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়, বেলা সাড়ে ১১টার মধ্যে ওই সব কেন্দ্রের প্রায় ৫০ ভাগ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
কেন্দ্রগুলোতে ইভিএম নিয়ে কারো কোন অভিযোগও নেই।
নেই ভোটারদের দীর্ঘ সারি।
বাবুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ষাটোর্ধ আব্দুল মালেক জানান, এই পদ্ধতি আগে না দেখলেও ভোট দিতে এসে এটিকে সনাতনী পদ্ধতির চেয়ে অধিক সহজ মনে হয়েছে।
শীতলক্ষ্যা প্রামথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার জান্নাতুল ফেরদৌস (২৫) জানান, ভোট দেওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে একটি বিরূপ ধারণা ছিল। কিন্তু ভোট দেওয়ার পর মনে হয়েছে পদ্ধতিটি খুবই সহজ।
শহীদনগর সরকারি প্রাথিমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার বাকের হোসেন জানান, এভিএম পদ্ধতিতে খুব সহজেই ভোটাররা ভোট দিতে পারছেন।
একটু দেখিয়ে দিলেই তারা খুব দ্রুত ভোট দিতে পারছেন। এদিকে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।
গাজীপুর থেকে নারায়ণগঞ্জে নির্বাচনের দায়িত্ব পালন করতে আসা সহকারী পুলিশ সুপার মো: আব্দুল হানিফ জানান, বেলা পৌণে ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরজুড়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।