‘ভোটাধিকার: আইন ও রাজনীতি’ শীর্ষক আলোচনায় ভোটারদের শিক্ষাগত যোগ্যতা, অশিক্ষিত ভোটার ও নির্বাচন চলাকালীন আইনের প্রয়োগ নিয়ে কথা বলেন ব্যারিস্টার আব্দুল হালিম, ড. মুসতাক হোসেন ও সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনি। আলোচনার একপর্যায়ে সাংসদ রনি বলেন,'অশিক্ষিত ভোটাররা হচ্ছেন ভেড়ার পাল। যখন যেখানে সুযোগ পায় সেখানে যায়'। সাংসদকে বলতে চাই আমাদের দেশের জনগন অশিক্ষিত বলেই তাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে পারেন ,এখনও তাদের রক্ত শোষণ করতে পাড়ছেন। তাই তাদের সম্পর্কে কথা বলার সময় আপনাদের হিতাহিত বোধ থাকা উচিৎ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।