আমাদের কথা খুঁজে নিন

   

নিজেদের কাজেই ব্যস্ত নাসিক ভোটাররা

নবগঠিত নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন প্রথম নির্বাচনের আগের দিনে কোনও প্রচার-প্রচারণা নেই। তাই নির্বাচন নিয়ে সাধারণ মানুষও যেন নিশ্চুপ। ব্যক্তিগত ব্যস্ততায় সময় কাটছে তাদের। অন্যদিকে শহরের যান চালচলও স্বাভাবিকের তুলনায় অনেক কম। এর কারণ হিসেবে ফিটনেস ও অবৈধ গাড়ি রাস্তায় না নামার কথা জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।

শনিবার ১০টার পর থেকে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসায়ীক কাজ শুরু করেছেন। অন্যতম ব্যবসা কেন্দ্র নিবাইগঞ্জ পাইকারী বাজার, সুতাপল্লী, নয়া মাটি হোসিয়ারি পল্লী, প্যানেরোমা প্লাজা, সমবায় মার্কেটসহ বিভিন্ন বিপণীবিতানগুলো ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা নিয়েই ব্যস্ত। নির্বাচন নিয়ে নেই তাদের তেমন মাথা ব্যাথা। অব্শ্য এসব ব্যবসা কেন্দ্র ও বিপণীবিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় এক মাস পর কোনও ধরনের নির্বাচনী আমেজ ছাড়াই শহরের মানুষজন নিজেদের কাজে ব্যস্ত।

বন্দর এলাকা ঘুরেও একই চিত্র দেখা গেছে। কোনও প্রার্থীর আনাগোনা না থাকায় শ্রমিকরা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছে। নির্দিষ্ট কাজ সেরে দ্রুতই বাসার পথে পা বাড়াচ্ছেন সাধারণ মানুষজন। সুতা পল্লীর ব্যবসায়ী নুরুল আলম (৫০) নির্বাচনের ব্যাপারে অনাগ্রহ দেখিয়ে বাংলানিউজকে বলেন, এতদিন প্রার্থী-সমর্থকদের ভীড়ে ব্যবসার কাজ করা যায়নি। তাই আজ সকাল থেকেই দোকান খুলে বসেছি।

ক্রেতার সংখ্যা কম থাকলেও নির্বিঘ্নে ব্যবসা কারা যাচ্ছে। প্যানেরোমা প্লাজা বিপণীবিতানের এক কাপড় বিক্রেতা মাসুদ উদ্দিন বাংলানিউজকে জানান, সকাল থেকে ক্রেতারা কেনাকাটা করতে আসলেও তাদের মধ্যে নির্বাচন নিয়ে তেমন কোনও আগ্রহ দেখা যায়নি। যে যার মতো কেনাকাটা করে চলে গেছেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.