http://rmpalash.blogspot.com/ আজ দুপুরে আমি একবার নীলক্ষেতে গিয়েছি তারপরে এক দোকানীর কাছ থেকে অল্প কিছু টাকার বিনিময়ে এক বাক্স ভালোবাসা কিনে এনেছি। সুন্দরীতমা আমার, নীলরঙ্গা মনিহার এই হৃদয়ের আমার উপহারের মুল্য অনেক কম সামান্য একটি ডাইরি আর একটি কলম তুমি বুঝতে কি পারবে আকুল পিয়াস এই প্রেমিকের নাকি টাকার মুল্য ধরে সস্তা ধারন করে সরিয়ে দেবে দূরে? যদি তাই হয় তবে মনে রেখো এই ডাইরির প্রতিটি পাতায়, এই কলমের প্রতিটি ফোটায় লেপ্টে থাকা ভালোবাসায় সামান্য জিনিসগুলো কিভাবে অমুল্য হয় টাকা দিয়ে হীরা পাবে, ভালোবাসা কোথায়? টিউশনি চলন্ত ছাত্রজীবনের গাড়ি সর্বদা টলোমলো একটা ডাইরি আর একটা কলম এর বেশি আর কিছু আমি কিভাবে দেই বলো ------------------------- যদি তা না হয়ঃ যদি আমার এ উপহার তোমার ভাল লাগে উপহার পেয়ে তোমার ঠোটের কোনে হাসি জাগে গালে লালাভ আভা দেখা দেয় তবে হে প্রিয়তমা আমার! প্রিয়তমের এই আবদার রাখো ডাইরিটা রেখো সবসময় বুকের কাছে ডাইরির ভেতর থেকে দিনে এবং রাতে আমি যেন তোমার প্রতিটি হৃদস্পন্দন শুনতে পাই যতদূরে যাই কিংবা যেখানে হারাই তুমি যেন গোলাপ এবং কাটার মতো আমার কাছেই থাকো। আমি চিন্তা করেছি তোমার জন্যে কিছু ফুলও কিনবো বাইশটা লালগোলাপ একথোকা অর্কিড কয়েকটা রজনীগন্ধা এই সবকিছু মিলিয়ে নিয়ে ভালবাসার ফুলের ডালা সাজাবো তুমি কি ফুল পছন্দ করো? না করলেও সমস্যা নেই আমাকে ভালবাসার পর তোমার কোন কিছুই আর আগের মত থাকবে না, তখন তুমিও ফুল ভালবাসবে, বাগান থেকে রক্তজবা ছিড়ে খোপায় গাথবে অপেক্ষায় থাকো আসছি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।