আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের সমর্থনে পাকিস্তানের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সদস্যপদ লাভ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ পেতে পাকিস্তানকে সমর্থন দেয় ভারত। সমর্থন দিয়েই ভারত থেমে থাকেনি। পাকিস্তানের জন্য অন্য দেশের সমর্থন যোগাতে ভারত বড় ধরনের ভূমিকা নিয়েছিলো। মূলত ভারতের এই জোরালো ভূমিকার কারণেই এবারের জন্য পাকিস্তান ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘের অস্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়। দেশে ফিরে পাকিস্তানের জাতিসংঘ কূটনীতিক দলের সদস্য আবদুল্লাহ হোসেন হারুন আজ করাচী বিমান বন্দরে সাংবাদিকদের এ তথ্য দেন।

তিনি ভারতেকে এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সূত্র টাইমস অব ইণ্ডিয়া। তিনি বলেন, পাকিস্তান যাদেরকে বন্ধু হিসেবে ভাবত তাদের অনেকেই পাকিস্তানকে সমর্থন দেয়নি। অস্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্যপদ পেতে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানায় সাবেক সোভিয়েত ভুক্ত প্রদেশ কিরগিজিস্থান। কিরগিজিস্থানের পেছনে ১২৯ টি দেশের সমর্থন ছিলো।

এই অবস্থায় পাকিস্তানের পেছনে দাড়ায় ভারত। ভারতের সক্রিয় হস্তক্ষেপে কিরগিজিস্থানের পক্ষে শেষ মেষ ভোট পড়ে মাত্র ৫৫। পাকিস্তান বর্তমানে লেবাননের স্থলাভিষিক্ত হবে। লেবানন গত দুই বছর যাবত নিরাপত্তা পরিষদে এশিয়ার প্রতিনিধিত্ব করছে। আগামী বছরের জানুয়ারি ১ , ২০১২ থেকে পাকিস্তান জাতিসংঘের অস্থায়ী নিরাপত্তা পরিষদে এশিয়ার প্রতিনিধিত্ব করবে।

উল্লেখ্য পাকিস্তান ইতিপূর্বে ছয়বার জাতিসংঘের অস্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলো। সময় কাল গুলো হলো যথাক্রমে ১৯৫২-৫৩,১৯৬৮-৬৯,১৯৭৬-৭৭,১৯৮৩-৮৪, ১৯৯৩-৯৪ এবং ২০০৩-০৪। সূত্র লিংক পড়তে চাইলে এইখানে ক্লিক করুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.