আমাদের কথা খুঁজে নিন

   

চাটখিলে অপহৃত দুই ছাত্রী অপহরণের ২২ ঘন্টা ও ২৮দিন পর উদ্ধার

আপনার আগমন শুভ হোক। নোয়াখালীর চাটখিল থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে অপহৃত দুই ছাত্রীকে অপহরণের ২২ ঘন্টা ও ২৮দিন পর গত কাল শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ছাত্রীরা হচ্ছে চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবদুর রশিদের মেয়ে ও মোহাম্মদপুর আনোয়ার আলী আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ডালিয়া আক্তার (১৬) এবং অপর জন হচ্ছে রেজ্জাকপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে ও ড. খলিলুর রহমান কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী পিনু আক্তার (১৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর ডালিয়াকে ভোলা জেলার আরিফ ও শুভ নামের দুই যুবক চাটখিল থেকে অপহরণ করে চট্টগ্রামের বন্দর টিলায় নিয়ে যায়। এ ঘটনায় ডালিয়ার মা রেহানা বেগম বাদী হয়ে গত ১৭ অক্টোবর নোয়াখালী আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে পুলিশ গত কাল শুক্রবার অভিযান চালিয়ে চট্টগ্রামের বন্দর টিলার একটি বাড়ি থেকে ডালিয়াকে উদ্ধার করে চাটখিল থানায় নিয়ে আসে। অপর দিকে গত বৃহষ্পতিবার (২৭ অক্টোবর) সকালে স্কুলে যাওার পথে চাটখিল উপজেলার দুলালপুর গ্রামের আজান মিয়ার ছেলে সাইফুলের নেতৃত্বে ৩/৪ বখাটে পিনুকে জোরপূর্বক একটি সিএনজি-তে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পিনুর মা জুলেখা খাতুন বাদী হয়ে ওই দিন দুপুরে চাটখিল থানায় মামলা দায়ের করলে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে অপহরণের ২২ ঘন্টা পর গত শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর সেকান্দার গ্রামের অধিবাসী ও চাটখিল থানায় এজাহার ভূক্ত আসামী ওসমানের বাড়ি থেকে পিনু আক্তারকে উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী সাইফুল ও গৃহ কর্তা ওসমান পালিয়ে যায়। অভিযাানে নেতৃত্ব দেন চাটখিল থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম ও এসআই রফিকুল ইসলাম।

চাটখিল থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম বলেন, অপহৃত দুই ছাত্রীকে জবান বন্দী রেকর্ড ও মেডিকেল পরিক্ষার জন্য আজ সকালে নোয়াখালী জেলা জজ আদালত ও নোয়াখালী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.