চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় বিক্ষুদ্ধ জনতা বৃহস্পতিবার দুপুরে পল্লী বিদ্যুৎ চাটখিল জোনাল অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় বিক্ষুদ্ধ জনতার হাতে
চাটখিল জোনাল অফিসের ডিজিএম গোপাল চন্দ্র শিব এবং অফিসের পিয়ন রুহুল আমিন মারাত্মক আহত হয়। আহতদের চাটখিল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বুধবার দিবাগত রাত্রে চাটখিল উপজেলায় ১২ ঘন্টার মধ্যে মাত্র ঘন্টা খানেক বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রচন্ড গরমে অতিষ্ঠ এলাকা বাসী বৃহস্পতিবার সকাল ১১ টায় চাটখিল-খিলপাড়া সড়কে একত্রিত হয়ে মিছিল সহকারে বিদ্যুৎ অফিসে হামলা চালায়।
হামলা কারীরা অফিসের তিনটি কম্পিউটার সহ চেয়ার-টেবিল এবং আসবাবপত্র ভাংচুর করে। হামলাকারীদের চেয়ারের আঘাতে ডিজিএম গোপাল চন্দ্র শিব এবং পিয়ন রুহুল আমিন মারাত্মক আহত হয়। প্রায় ৩০ মিনিট ব্যাপী ভাংচুরের সময় পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা পালিয়ে পাশ্ববর্তী মাঠে আশ্রয় নেন। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর পুলিশ ঘটনাস্থলে আসে। এ ব্যাপারে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে চাটখিল থানায় মামলা দায়ের করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম শাহীন পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।