যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...। !! .
.
.
.
.
.
.
.
মাসুদ মামা ফোন করে বল্লো আমরা টি,এস,সি-তে তারাতারি আয়...সারাদিন ব্রিটিস কাউন্সিল আর আই,ডি,পি...বার কয়েক আসাযওয়া করেও ২৬তারিখের আগে রেজিস্ট্রেসন করতে না পাইরা মেজাজ চরম বেরাছেরা হইয়া আছে,তার উপর আমার ওনার সাথে একচোট হইছে....(এই মাইয়া মানুষ গুলো কবেযে মানুষ হবে আজাইরা বিষয় নিয়া কাপজাপ)। যাই হোক আসল কথায় আসি....মোটেও ইচ্ছে না থাকা সত্বেও গেলাম ঐতিহ্য বাহি টি,এস,সি। সব কাজিনরা মিলে মনভইরা আড্ডা দিলাম । হটাৎ চোখ গেলো ছবির হাটের দিকে.....আধো আলো-ছায়ায়...কি যেনো হচ্ছে ওখানে....দেখা মাত্রই দৌর...ডুকার পথেই বেঙের ডাক সুনে গুরে তাকাতেই দেখি একটা পুরোনো কুয়া ।
কাছে গিয়েদেখি কতগুলো বেঙগ ছুটাছুটি করছে আর ডাকছে সবি কৃত্রিম কিন্তু বাস্তবকে হারমানায় ,এটা দেখে আমাদের সমাজের কিছু "কুয়োর বেঙ"-এর কথা মনে পরেগেলো(মনুষ বেঙ আরকি)। পাসে কে যেনো বলে উঠলো এএএএএ মুলা জুলাইছে কেডা....সত্যি সামনে তাকিয়ে দেখি মাচার মতো একটা কিছুতে সুতা দিয়ে বাধা কতগুলো মুলা জুলছে জিনিসটা দেখে মনের কোথায় যেনো সারা দিয়ে গেলো, আমাদের রাজনীতির নেতারা কিংবা পার্ষবর্তী দেশ সবাই আমাদের নাকের সামনে মুলা জুলিয়ে রাখে আর আমরা গাদার মতো দৌরাই। তার পাসেই শিরোচ্ছেদ সিরোনামে...কতগুলো কাটা মস্তক..খানিক সময়ের জন্য কেমোন জানি খুব কষ্ট হচ্ছিলো। আকুলতা সিরোনামের কতগুলো সাদা হাত জাতীর আকুলতাকেই যেনো চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলো। সেষ পর্যন্ত খুব মন খারাপ করে বাসায় ফিরলাম ।
অসম্ভব অশহায় লাগছে নিজেকে......পুরো বাঙ্গালি জাতিকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।