মনের খোলা জানালয় কত আলো কত রঙ, খেলা করে চুপি সারে, আসে যায় কড়া নাড়ে ... ...
অসম্ভব যোগাযোগ, অবিশ্বাস্য চোখে চোখ
কাছে গিয়ে বলি, আমি সেই ... !
আজ কত দিন পর।
সময় বয়ে যুগের পাতা ছুই-ছুই!
কত বছরের করুণ প্রার্থণার পর,
অন্তর্গুঢ় প্রিয় মুখ
যেন স্মৃতির পাতা খুঁড়ে উঠে আসা সুখ,
নাকি ঘুণ পোকা?
আজও ঠিক আগের মতই মায়াহরিণীর দ্বিধা,
চোখে চোখে তাকাল না আর, দ্বিতীয়বার!
না হয় তাকালই বা কৌতুহলি অবহেলায় ...
আঠার তলা অট্টালিকাচুড়া থেকে
ভ্রান্ত পথিকের এলোমেলো পদক্ষেপ,
তাতে তার বয়েই গেল!!
কষ্টের মত উথলে উঠা সুখের আবেশ,
চোখ জুড়িয়ে, দম আটকে, গলা বুজে আসে প্রায়।
আঢ়চোখে চেয়ে দেখি বারবার,
বহুদিনের ফেলে আসা চাঁদমুখ। ।
কত মাঝরাতে ঘুম ভেঙ্গে জেগে উঠেছি
আকাশের চাঁদটাকে ভালবাসার নিক্তিতে মেপে
বুঝেছিলাম, তুমিই আমার অনন্ত পূর্ণিমা।
আজ চোখভরে দেখে নিলাম আগামী যুগের জন্য।
যেন তাতেই অবসান হবে অতৃপ্ত তেষ্টার।
পুরনো এ্যলবামের পাতা উল্টে চেয়ে থাকা,
চাতকের ঠোটে একফোঁটা জলের মত।
এই ফোঁটা জলই কি আবে হায়াত্?
আমায় বাঁচাবে অজানা - আগামী কাল?
------------------------------------
রাধার ছবিটা ওয়েব থেকে নেয়া।
অত্যন্ত সামন্জ্স্যপূর্ণ মনে হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।