আমাদের কথা খুঁজে নিন

   

অসম্ভব কুমারী



অসম্ভব কুমারী ইŽছার উপগত লোভে এই যৌবন যুগ শেষে না ডেকে দন্ডকারন্যে, লীলা লালসায় আমার পৌরুষকে করো কেন শুধু পিপাসার দাস এই ক্রীতদাস অযথা অসীম তৃষ্ণায় হননের লোভে কাদে। আধার যোজনীতে। এ দুরত্বের স্নায়ু যতখানি তোমাকে হরন করে, হননযোগ্যা তুমি এক নারীর মুখোশে স্বপ্নের দিনে - দুঃস্বপ্নের আচে ধীরে ধীরে দখলে নিয়েছে তার সব, যদিও হšতারক এক অনসুয়া সাধারন রুপবতী নারী - যে দ্বেষ ও হিংসার মাপে চেনে ভালোবাসা আমি বিরহের পৌরুষে তোমাকে গড়েছি নারী স্বপ্নের কোলাহলে বিভ্রমে লুকিয়েছি ছলনার অধীর বিদ্যুতে যে তুমি রহস্যের সাধে আমাকে নাবালে তোমার বন্দরে, ছলা-কলা লীলা-লাস্যের যে অনšত ধারা কালো লেসে’র ব্রা’য় সযতœ সাহসে অগোচরে জোছনার স্নান, উন্মুক্ত যুগল ¯তনে লুকোছাপা প্রেম নেশা যেন গোপন শরীর থেকে অবিরাম সাধ্যের দ্বারে মৃদু করতালি। গড়েছি যে নারী, সে এক ভিন্ন অপ্সরী বটে, তবু বিভিন্ন বিভঙ্গে, অ¯িতত্ত্ব নারীর অর্থে তুমি, আহরনকালে তুমিও কুসুমকন্যা, জোছনার পরী, প্রলোভনে ভরা অবাক উদ্যানে তোমারও জন্ম যথা প্রবোধের নরম পাজরে স্বপ্ন কি জ্যামিতি শিখেছে বা লোভ - হিসেবের গড়মিলে ভ্রমের দোলনায় আজো এক পংখীরাজে চড়ে হননের লোভে কাদে এক ক্রীতদাস তোমার তৃষ্ণায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।