আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
মেঘলা আকাশে তাকিয়ে শুধু তার সৌন্দর্য নিয়ে ভাবতেই হয়তো এক জীবন চলে যাবে তবে আকাশটার জন্য খুব দুঃখ হয় এতটা সুন্দর হয়েও তার পাশে কেউ সারাটাক্ষণ থাকে না। চাদ তারা সূর্য সবই ক্ষণিকের অতিথি, তবে এটা ঠিক এরা সারা জীবনই লুকেচুরী খেলবার জন্যই!
মাঝে মাঝে অসম্ভবের সংজ্ঞা খুজতে মন চায়
১) হতে পারে ৩০০জন সাহসী স্পার্টান লক্ষাধিক পারসীয় সৈন্যদের জয় করার উচ্চাভিলাস!
২) হতে পারে বুকে গ্রেনেড বেধে সাহস নিয়ে ৭ বছরের টোকাই ট্যাংকের নীচে জয় বাংলা বলে হাসি মুখে লুটিয়ে পড়া
৩) হতে পারে নিজের কাধে বুকে জড়িয়ে ধরে মৃত সন্তানের মুখে হাসি ফুটাবার এক মুঠো হাহাকার
৪) হতে পারে নিজের চোখে দেখা মরতে থাকা বাবা মায়ের কান্না দেখে মরতে দেয়া
৫) হতে পারে কোনো এক অনৈতিক যুদ্ধের ছোবলে নিজের সন্তানের লাশ কাধে নিয়ে জানাজায় যাওয়া
৬) হতে পারে আমার মতো কোনো জারজের মিথ্যা প্রেমের জন্য সারা জীবন অপেক্ষা করা!
অথবা নেপোলিয়ানের মতো ভুদাই হয়ে থাকে কারন একমাত্র নেপোলিয়ানরাই জানে না অসম্ভব কাকে বলে!
কত অক্ষম এই আমি, আমরা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।