সত্য সুন্দরকে ব্রত করি জীবনে
ছোটবেলায় জুলফিকার নামে একটা ছেলের গান শুনেছিলাম টিভিতে --
" ও আমি বাঘ শিকার যাইমু
বন্দুক লইয়া রেডী হইলাম আমি আর মামু
মামু আবার বেজায় পেটুক......"
থাক্ মামুর প্রসঙ্গ বাদ থাক্ । প্রয়োজনীয় কথা সেরে নেই । জগদ্বিখ্যাত রাজকীয় বাংলা ব্যাঘ্র মানে রয়েল বেঙল টাইগার শিকার বলে কথা । শিকারের পরিকল্পনা এবং প্রস্তুতি অনেকদিন ধরে চলছে এবং চলবে । কারন ছেলে আমার মেনে নিয়েছে বড় হলে পরে শিকার করতে যাবে ।
আপাতত: কুংফু, কুস্তি, জগিং প্র্যাকটিস চলছে । বাসার জিনিস পত্রের স্থানচ্যুতি ঘটেছে এ কথা বললে মিথ্যা বলা হবে, তবে জিনিসপত্রসমূহের আয়ু কমে যাচ্ছে । বাঘ শিকার বলে কথা । কত শত আয়োজনের নমুনা কিছু দেই ।
একবার একটা মশা মারবার ব্যাট কেনা হলো বাসায়, চার্জ দিয়ে পরে ব্যবহার করবার ব্যবস্থা সেটায় ।
আমার পুত্রধন সেটা নিয়ে নানা কসরৎ শুরু করলো । সে ওটা গুছিয়ে খেলনার সাথে রেখে দিল । বড় হলে বাঘ শিকারে যাবার সময় নেবে সঙ্গে এটি ।
"সাঁই সাঁই করে যখন এ ব্যাট ঘুরিয়ে বাঘের গায়ে লাগবে, ও তো ঠিক বুঝতে পারে না কারেন্ট কেন গায়ে লাগে, বাঘ কি আর চার্জ দেয়া বোঝে ;বাঘ এসব ভাবতে ভাবতে দেব ওর গায়ে লাগিয়ে জোরে , সব লোম পুড়ে যাবে, বুঝবে আমার চালাকি, করবার কিছু থাকবে না "। আমার পুত্রের মন্তব্য ।
সে ব্যাটের লাগাম আর আমাদে হাতে রইল না । ভবিষ্যৎ বাঘের কঠিন পরিনতির বিনিময়ে বর্তমান মশাদের জীবন রক্ষা হোল ।
কিছুদিন ধরে নতুনতর বুদ্ধি তার মাথায় এসেছে । ছুরি তো নিতেই হবে । আর বড় হয়ে যাবে যেহেতু সেহেতু আমি আর বলতে পারবো না 'ছুরি ধরবে না, হাত কেটে যাবে' ।
যথা আজ্ঞা , রাজী হলাম ভবিষ্যৎকালে পুত্রের ছুরি ব্যবহারে, আরো বাঘ শিকার বলে কথা ।
পুত্রের ভবিষৎ জীবনের নিরাপত্তার কথা ভেবে জিজ্ঞেস করলাম , ছুরি যে নেবে বলছো বড় দেখে একটা, কি করে নেবে ?
বললো, 'আম্মু, বড় পকেট ওয়ালা সবচেয়ে মোটা জিন্স প্যান্ট কিনে দিও, সেটার পকেটে করে নিয়ে যাবো জঙ্গলে, গায়ে খোঁচা লাগবে না ' । যাহোক নিশ্চিন্ত হলাম ।
একদিন জানতে চাইলাম, তুমি যে বাঘ শিকারে যাবে , ভয় পাবে না ?
বললো, ' কি যে বলো ! বাঘ কি পারবে আমার সাথে ? খামচি মারতে পারে কিছু হবে না আমার । আমি তো খুব তাড়াতাড়ি ওর চোখের কোনায় ছুরি দিয়ে জোরে মারবো, আর বাঁচতে পারবে না : অবশ্য তখন আচঁড় কামড় দিতে পারে , আঁচড় কামড় খেলে কি হবে ? ব্যথা লাগবে শুধু, বড় হলে ওসব আমি কেয়ার করবো না ।
আর ব্লিডিং তো হবেই ; বাঘের নখ যেই ধারালো । আম্মু তুমি মনে করে বাসার হেক্সিসলের বোতলটা সাথে নেবে, যখন ব্লিডিং হবে , জ্বলবে, সেখানে হেক্সিসল লাগিয়ে জোরে জোরে ফুঁ দেবে তাহলে আর সমস্যা হবে না ' ।
আর সমস্যা কি ? বাসায় ছোট একটা বোতলে জীবানুমুক্ত কারী হেক্সিসল আছে, ওটা ভাবছি তুলে রাখবো, বড় হলে ছেলের সাথে জঙ্গলে নিয়ে যাবার দায়িত্ব পেয়েছি, অক্ষরে অক্ষরে পালন করা চাই ।
রাজকীয় ব্যাঘ্র শিকারে রাজকীয় ব্যাপার স্যাপার ।
এই শিকারে তার দাইফ মামার প্রস্তুতির খবর জানা দরকার; সেই তো মনে হয় সঙ্গে যাবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।