Shams সত্তর আশির দশকের ঢাকা, কলিকাতা কিংবা বোম্বে সিনেমার গল্পে থাকতো বড় ভাইয়ের বিয়েতে গিয়ে চঞ্চল ছোট ভাইটি ভাবির মিষ্টি ছোট বোনটিকে পছন্দ করে বসত! উপমহাদেশের এ পরিচিত গল্প কি এ বার দেখা যাবে ব্রিটেনেও? তাও আবার রাজপরিবারে?
এই জল্পনা শুরু অবশ্য ২৯ এপ্রিল, ২০১১ থেকেই। রাজপরিবারের সেই 'রূপকথার বিয়ে'র দিনে কনে কেটের পাশে সাদা গাউন পরিহিতা পিপারও ভূয়সী প্রশংসা করেছিল গোটা বিশ্বের সংবাদমাধ্যম। শোনা যাচ্ছে যে, বিয়ের দিন পিপাকে দেখে মুগ্ধ হয়ে পড়ে ছোট রাজকুমার হ্যারি। এর পরে প্রাসাদের বারান্দায় সারাটা অনুষ্ঠান জুড়ে দু'জনের 'আলাপচারিতা' নজর এড়ায়নি কারো।
ঘনিষ্ঠ সূত্রের খবর, শহরের বিভিন্ন জায়গায় প্রায়ই এক সঙ্গে দেখা যাচ্ছে রাজবাড়ীর ছোট ছেলে হ্যারি আর তাঁর ভাবি কেটের বোন, ফিলিপা শার্লট মিডলট কে, পিপা নামেই যিনি বেশি পরিচিত।
সম্প্রতি লন্ডনের এক পাবেও এক সঙ্গে দেখা গিয়েছে তাঁদের। সেখানে উপস্থিত এক ব্যক্তির মন্তব্য, "গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওঁদের এখানে দেখলাম। দু'জনে বেশ ঘনিষ্ঠ ছিল। "
প্রেমিকের সঙ্গে সদ্য বিচ্ছেদের পর পিপা এখন 'একা'। আর হ্যারির সঙ্গে তাঁর বান্ধবী চেলসি ডেভির সম্পর্কও খুব একটা ভাল নয় লেই খবর।
ফলে স্বাভাবিক ভাবেই দু'জনের এই 'ঘনিষ্ঠতা' নজর কাড়ছে সকলেরই। হ্যারি এবং পিপা দু'জনেই অবশ্য এই জল্পনা উড়িয়ে দিয়েছেন। কিছু দিনের মধ্যেই মাস তিনেকের জন্য ফ্রান্সে পাড়ি দিতে চলেছেন পিপা। আর হ্যারিও জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে চেলসিই তাঁর জীবনে এক মাত্র নারী।
তার পরেও ব্রিটেনবাসী সাথে সাথে বিশ্ববাসীও চেয়ে 'যা রটে তা কিছু কিছু তো বটে'।
এ সম্পর্কটা কতদূরে এগোয়। (সূত্র: ইন্টারনেট) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।