কালিয়াকৈর পৌরসভায় বিএনপি প্রার্থী বিজয়ী
পৌরসভার নির্বাচনে সাবেক পৌর প্রশাসক ও বিএনপি সমর্থিত প্রার্থী মজিবুর রহমানকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করা হয়েছে। মুজিবুর রহমান আওয়ামী লীগ সমর্থিত সিকদার মোশারফকে ২৫ হাজার ৫৩৭ ভোটে পরাজিত করেন।
গাজীপুর, ২৭ অক্টোবর (আরটিএনএন ডটনেট)-- গাজীপুর কালিয়াকৈর পৌরসভায় মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
পৌরসভার নির্বাচনে সাবেক পৌর প্রশাসক ও বিএনপি সমর্থিত প্রার্থী মজিবুর রহমানকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করা হয়েছে।
মুজিবুর রহমান আওয়ামী লীগ সমর্থিত সিকদার মোশারফকে ২৫ হাজার ৫৩৭ ভোটে পরাজিত করেন।
স্থগিত আট কেন্দ্রের পুনঃনির্বাচনে মুজিবুর রহমান পেয়েছেন ১০ হাজার ৫৫১ ভোট আর সিকদার মোশারফ পেয়েছেন দুই হাজার ৪১৯ ভোট।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ বুধবার রাত ৯টায় বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। স্থগিত আট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৩৬৭ জন।
চলতি বছরের ১৭ জানুয়ারি অনুষ্ঠিত কালিয়াকৈর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৭ ও ৮ নং ওয়ার্ডের আটটি কেন্দ্রের ভোটার তালিকায় গড়মিল দেখ দেয়। এ কারণে নির্বাচন কমিশন ওই কেন্দ্রগুলোর ভোটগ্রহণ স্থগিত করেছিল।
নির্বাচনে মেয়র প্রার্থী সাবেক পৌর প্রশাসক মজিবুর রহমান ওই স্থগিত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।
স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর ১০(৩) বিধি অনুযায়ী হাইকোর্ট নির্বাচন কমিশনকে গণবিজ্ঞপ্তি জারি করে ২৯ অক্টোবরের মধ্যে স্থগিতকৃত আট কেন্দ্রে পুনঃনির্বাচন দিয়ে ভোটগ্রহণের মাধ্যমে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করার আদেশ দেয়।
হাইকোর্টের আদেশ এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহমুদুল কবীর মুরাদ ২৬ অক্টোবর স্থগিতকৃত আট কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠানের গণবিজ্ঞপ্তি দেন।
গত ১৬ অক্টোবর তিনি এই বিজ্ঞপ্তি দেন।
গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ২৮টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. মজিবুর রহমান পেয়েছিলেন ২১ হাজার ৭৭০টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী সিকদার মোশারফ পেয়েছিলেন ৪ হাজার ৩৬৫টি ভোট।
উপজেলা নির্বাচন অফিস জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী, মৌচাক, আটাবহ ইউনিয়নের ২৪ দশমিক ৬৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গত ২০০১ সালের ২১ জুন কালিয়াকৈর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরে ২০০৩ সালের ১৫ মে পৌরসভার কার্যক্রম শুরু হয়।
ওই সময় থেকে দীর্ঘদিন পৌরসভার কার্যক্রম চলছিল প্রশাসক দিয়ে।
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. মজিবুর রহমানই ওই প্রশাসকের দায়িত্ব পালন করেন।
আরটিএনএন ডটনেট/প্রতিনিধি/এফএম/এমআই_ ১৩৩৯ ঘ.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।