নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
গত পাচ বছর আওয়ামীলীগ কিছু করেনি, কিন্তু যেদিন বিএনপি সরকারের মেয়াদ শেষ করলো সেদিন থেকে লগি বৈঠা দিয়ে আন্দোলনের নামে শুরু করলো গনহত্যা। পিটিয়ে মাথার ঘিলু বের করে হত্যা মনে শুধু আওয়ামীলীগের দ্্বারাই সম্ভব। তিন দিনের আন্দোলনে মারা গেল 25 জন, অসংখ্য আহত, সম্পদের হানি। চট্টগ্রামের মহান মেয়র মহিউদ্দিন আন্দোলনের নামে বন্দরে হরতাল ডেকে দেশের অর্থনীতির কি সুফল আনলেন তিনিই ভাল জানেন। মজার বেপার হলোঃ প্রেসিডেন্টকে তত্তাবধায়কের প্রধান হিসেবে আগেই মানেনি আওয়ামীলীগ কিন্তু শপথের পরপরই মেনে নিয়েছে, মহিউদ্দিন চট্টগ্রামের হরতাল তুলে দিয়েছে, পরেরদিন অবরোধে আওয়ামীলীগের কারো হাতে লগি বৈঠা দেখা যায়নি এবং শেখ হাসিনা সবার আগে প্রেসিডেন্টএর সাথে দেখা করেছে। অর্থাৎ আওয়ামীলীগ ফাকা মাঠে সন্ত্রসীর ভুমিকা পালন করেছে কিন্তু মাঠে বিডিআর নামার পরপরই সন্যাসী হয়ে গেছে। মাঝ থেকে ঝরে গেছে 25টি তাজা প্রান সাথে হয়েছে সম্পদহানি। স্বাধিনতা যুদ্ধের নেতৃত্বদানকারী দলের এমন নীতিহীন কার্যকলাপ দুঃখজনক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।