আমাদের কথা খুঁজে নিন

   

আমি আওয়ামীলীগের সাপরটার।

ভাবতে ভালো লাগে আজকে বিশ্বজিত যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটের কোন ছাত্র হত, তাহলে ছাত্ররা দফায় দফায় মিছিল করত, গাড়ি ভাঙচুর করতো। আজকে যদি বিশ্বজিত ছাত্র দলের কোন কর্মী হত, তাহলে আরও একদিন হরতাল দিত বিএনপি। আজকে যদি বিশ্বজিত শিবির এর কোন কর্মী হত, তাহলে তার আব্বুর গর্বে বুক ভরে যেত সন্তান শহিদ হয়েছে বলে। আজকে যদি বিশ্বজিত ছাত্র লীগের কোন কর্মী হত,তাহলে পুলিস তাকে হাসপাতালে নিয়ে যেত,এভাবে বিনা চিকিৎসায় সে মরত না। হাসপাতালে প্রধানমন্ত্রী তাকে দেখতে আসতেন।

পরিবার বিশাল অঙ্কের অনুদান পেতো। কিন্তু বিশ্বজিত এসবের কিছুর মধ্যেই ছিল না। বিশ্বজিত ছিল সাধারণ মানুষ। অসাধারণ মানুষ গুলো সাধারণ মানুষকে হত্যা করলে তার কোন বিচার হয় না। আর হ্যাঁ গাড়ি ভাঙচুর এর জন্য ফখরুল আর রিজভির বিরুদ্ধে মামলা হয়েছে, তাহলে বিশ্বজিত হত্যার জন্য কেন অজ্ঞাত পরিচয়ের মানুষের নামে মামলা হল ? কেন শেখ হাসিনা, আশরাফ, মাহবুব হানিফ এদের নামে মামলা হবে না ? এইটা গনতন্ত্র ? এইটা আইন? আইন নাকি সবার জন্য সমান, কিন্তু বাংলাদেশের গনতন্ত্রে তো সারাজীবন সরকারী দলের পাপের পাল্লা হালকা থাকে ।

সব আদালতে রাখা পাল্লা গুলাতে একটি পাল্লা নামিয়ে রাখা দরকার । আর, কালো কাপড় দিয়ে মূর্তির যে চোখ বাঁধা, সেটা খুলে দেয়া দরকার । ভাবতে কষ্টই লাগতেছে যে যখন থেকে বুঝতে শিখছি তখন থেকে আমি এই দলের সাপরটার...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.