আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ার মুন্না এবারের ক্ষুদে গানরাজ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত হলো ‘মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ ২০১১। সবাইকে পেছনে ফেলে এবারের ক্ষুদে গানরাজ হলো কুষ্টিয়ার মুন্না। এ ছাড়া প্রথম রানারআপ হয়েছে হবিগঞ্জের নীলা ও দ্বিতীয় রানারআপ খাগড়াছড়ির পায়েল। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ক্ষুদে গানরাজ তৃতীয় আসরের মহা উত্সবের পর্দা ওঠে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে। পুরস্কার হিসেবে পেয়েছে ‘তৃতীয় ক্ষুদে গানরাজ’ ২০১১ মুন্না পেয়েছে নগদ পাঁচ লাখ টাকা, নীলা তিন লাখ টাকা এবং পায়েল দুই লাখ টাকা।

বিজয়ী প্রতিযোগীদের টাকাগুলো দিয়েছে ক্রাউন্ট সিমেন্ট ও চ্যানেল আই। ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে দেওয়া হয় বিজয়ীর মুকুট। এ ছাড়া সেরা ১৬ প্রতিযোগীর এসএসসি পর্যন্ত লেখাপড়ার ব্যবস্থা করেছে ক্যামব্রিয়ান স্কুল। রয়েছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌজন্যে সেরা ১৬ জন ক্ষুদে শিল্পীর চিকিত্সার ব্যয়ভার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের দুই গুণী সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, মেরিডিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম কামাল পাশা, প্রতিযোগিতার প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এস আই টুটুল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.