আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ার সেই শিক্ষকের সহযোগী টুটুল গ্রেপ্তার

মঙ্গলবার ভোরের দিকে পাবনার ঈশ্বরদী থেকে আলিমুজ্জামান টুটুল (৪৫) নামের ওই প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়।
টুটুল কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের মৃত তৈয়ব উদ্দিন আহম্মেদের ছেলে। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ প্রধান প্রকৌশলী।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীতে অভিযান চালিয়ে টুটুলকে গ্রেপ্তার করা হয়।
গত ৭ জুলাই কুষ্টিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় টুটুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।


মামলার এজাহারে বলা হয়, গত মাসে হেলাল উদ্দিন তার কাছে প্রাইভেট পড়তে আসা এক ছাত্রীর সঙ্গে জোর করে ছবি তোলার পর বিষয়টি জানাজানি হয়ে যায়। এ নিয়ে গত ১৫ জুন ওই ছাত্রীর আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও কয়েকজন সাংবাদিক হেলালকে মারধর করে।
ওই দিন হেলালের ল্যাপটপ ও মোবাইল ফোন কেড়ে নিয়ে সেগুলো এলাকার একটি কম্পিউটারের দোকানে পরীক্ষা করলে বিভিন্ন সময়ে ছাত্রী ও বিভিন্ন বয়সী নারীদের ওপর ওই শিক্ষকের যৌন নিপীড়নের ভিডিও পাওয়া যায়। এরপর সেই দোকান থেকেই শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন বয়সী মানুষের হাতে ছড়িয়ে পড়ে সেইসব ভিডিও।
চার-পাঁচ বছর আগে থেকে শুরু করে গত ১৪ জুন পর্যন্ত গোপন ক্যামেরায় এসব দৃশ্য ধারণ করা হয়েছে বলে এজাহারে বলা হয়।


ওই মামলার প্রাধান আসামি হেলালকে গত শনিবার রাজধানীতে গ্রেপ্তারের পর কুষ্টিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার চার আসামির মধ্যে প্রকৌশলী হাসানুজ্জামান হাসানকেও পুলিশ গ্রেপ্তার করেছে। অপর আসামি প্রকৌশলী শরিফুল ইসলাম ওরফে সজল এখনো পলাতক।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.