নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই নারায়ণগঞ্জে ধারাবাহিকভাবে হত্যা, গুম আর সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে গতকাল সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের চাষাঢ়া শহীদ মিনারে গতকাল বিকেলে সমাবেশটি অনুষ্ঠিত হয়। ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেনÑ ত্বকী মঞ্চের সদস্যসচিব ও বাসসের ডেপুটি চিফ রিপোর্টার হালিম আজাদ এবং নারায়ণগঞ্জ প্রেস কাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম। সভাপতির বক্তব্যে রফিউর রাব্বি বলেন, ত্বকীর হত্যার সম্ভাব্য অভিযুক্ত যুবলীগ ক্যাডার পারভেজ অপহরণের পর সাবেক এমপি শামীম ওসমান হুঙ্কার দিচ্ছেন। বলছেন, নারায়ণগঞ্জের অনেকের বাড়িঘরের ইট-সুড়কি খুলে নেবেন।
বাড়িঘর থেকে মা-বোনদের তুলে নিয়ে আসবেন। হুঁশিয়ারি দিয়ে রাব্বি বলেন, কোনো বাড়িতে যদি হামলা হয়, কারো বাড়ি থেকে যদি কাউকে তুলে আনার চেষ্টা হয় তাহলে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ নিয়ে সন্ত্রাসীদের জ্যান্ত কবর দেয়া হবে। তিনি বলেন, অতীতেও শামীম ওসমানের অনেক ক্যাডারের লাশ রাস্তার ওপর কুকুর-বেড়ালের মতো পড়ে থাকতে দেখা গেছে। তিন বছর আগে শামীম ওসমানের ক্যাডার নুরুল আমিন মাকসুদকে একই রকমভাবে রাস্তা থেকে তুলে নেয়া হয়। পরে তার লাশ পাওয়া যায়।
অনেকের মুখে শোনা যায়, মাকসুদকে অপহরণ করিয়ে শামীম ওসমানই হত্যা করিয়েছেন। মাকসুদের মৃত্যুর পর তার স্ত্রীকে দিয়ে শামীম ওসমান বলিয়েছিল মেয়র আইভী নাকি মাকসুদকে হত্যা করিয়েছেন। পরে মাকসুদের স্ত্রী মেয়র আইভীর সাথে দেখা করে এ কথার জন্য মাফ চেয়েছেন। একইভাবে পারভেজের স্ত্রীকে দিয়েও শামীম ওসমান বলিয়েছেন যে, পারভেজের ঘটনার জন্য আমি (রাব্বি) ও মেয়র দায়ী। নারায়ণগঞ্জের এক সময়কার ত্রাস সারোয়ার ও মাকসুদ সম্পর্কে রাব্বি আরো বলেন, তারা দুইজন নারায়ণগঞ্জের সম্ভবনাময় তরুণ ছিলেন।
কিন্তু শামীম ওসমান হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের জীবনকে শেষ করে দিয়েছেন। মাকসুদ অজ্ঞাত আঁততায়ীর হাতে নিহত হয়েছে আর সারোয়ার এখন রোগে ভুগে মৃত্যু পথযাত্রী। একইভাবে আরো অনেক তরুণের জীবন শামীম ওসমান নষ্ট করেছেন বলেও তিনি অভিযোগ করেন। এসব তরুণদের বিপদগামী করে শামীম ওসমান তার নিজের ওপরে উঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। এরপর যখনই মনে হয়েছে তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে তখনই তাদের ছুড়ে ফেলে দেয়া হয়েছে।
ত্বকীসহ সাম্প্রতিক সময়ের সব হত্যাকাণ্ডের ব্যাপারে প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, প্রশাসন যদি ত্বকীসহ অন্য সব হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের ব্যাপারে ব্যবস্থা না নেয় তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি। নারায়ণগঞ্জ প্রেস কাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম বলেন, মেয়র আইভীর বিরুদ্ধে আর কোনো বাজে কথা বলা হলে শামীম ওসমানের জিহবা টেনে ছিঁড়ে ফেলা হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।