২০০৩ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে
চেয়ারম্যান পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী’র
নির্বাচনী ইশতেহার
১. প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ শহরকে জলাবদ্ধতা মুক্ত করে সুন্দর পরিচ্ছন্ন আধুনিক শহররূপে গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য।
২. দেড় যুগের অবহেলিত নারায়ণগঞ্জ পৌর এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন ও কাঙ্খিত পৌর এলাকা সম্প্রসারণ, পৌরসভাকে অনিয়ম ও বিশৃঙ্খলা মুক্ত করে এখানে জনহিতকর বলিষ্ঠ প্রশাসনিক ব্যবস্থা কায়েম করবো।
৩. পৌরসভাকে জনসেবামূলক প্রতিষ্ঠান রূপে গড়ে তুলে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে পৌরসভার ব্যয়ভার বহনে পৌরসভার আয়ের উৎস বৃদ্ধির জন্য বহুতল বিশিষ্ট মার্কেট তৈরি করবো।
৪. পৌর এলাকার অসহনীয় যানজট দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
৫. পৌর এলাকার প্রতিটি সড়কে রাতের বেলায় পর্যাপ্ত আলোর সুব্যবস্থা করবো।
৬. পৌর এলাকায় অবস্থিত সকল করবস্থান ও শ্মশানের সংস্কার, সম্প্রসারণ ও উন্নয়নের কাজ ত্বরান্বিত করবো।
৭. পৌরবাসীর সুচিকিৎসাকল্পে প্রতিটি ওয়ার্ডে একটি করে ক্লিনিক প্রতিষ্ঠা করাই হবে আমার একটি স্বপ্নের বাস্তবায়ন।
৮. হকার্স মার্কেট নির্মাণ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবো।
৯. জনপ্রতিনিধির অভাবে বিগত সময়ে পৌর এলাকার হাট-বাজারগুলোর উন্নয়ন হয়নি। তাই অনতিবিলম্বে হাট-বাজারগুলোর আধুনিকীকরণের ব্যবস্থা করবো।
১০. পৌর কর্মচারীদের বাসস্থান ও সুইপার কলোনীর সংস্কার ও নির্মাণের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবো।
১১. মশার জন্মস্থান ধ্বংস করবো এবং শহরের পরিবেশ দূষণমুক্ত করতে ময়লা-আবর্জনা বহনকারী গাড়ির সংখ্যা বৃদ্ধি করে দ্রুত শহরকে আবর্জনা মুক্ত করার ব্যবস্থা করবো।
ফেব্রুয়ারি ২০০৩ থেকে জুলাই ২০১১ পর্যন্ত দায়িত্ব পালনকালীন সময়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রায় সব ক’টি নির্বাচনী অঙ্গীকারই বাস্তবায়িত হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।