আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমা করে দেবেন আইভী রহমান



দুই বছর আগে সমাবেশে যাওয়ার আগে তিনি জানতেন না যে এইটাই হবে শেষ সমাবেশ। আর দশদিনের মতো এইদিনও সামনের সারিতে ছিলেন আইভী। রুচিশীল , মার্জিত সমাজসেবিকা হিসেবে নাম ছিল আইভী রহমানের। কিন্তু একুশে আগস্ট, 2004 তো আর যে কোন দিন নয়। জামায়তী হায়েনারা হামলে পড়ল গ্রেনেড নিয়ে।

উপুর্যুপুরী হামলার লক্ষ্য ছিলেন শেখ হাসিনা। আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা বেচে যান। কিন্তু আইভী রহমানের সে সৌভাগ্য হয় নি। দুই পা উড়ে যায় সাথে সাথে, কারবালার রক্তের বন্যা বয়ে যায় সে দিন বঙ্গবন্ধু এভিনিউতে। ইয়াজিদের হিংস্রতায় ভেসে যায় মানবতা।

সেই হত্যার আজো বিচার হয় নি। সেই সব হায়েনারা যারা 71 এ দেশকে ধর্ষন করেছিল তারা আবার এক হয়েছে। আবার বোমা, বন্দুক নিয়ে দেশের জনসাধারনকে আক্রমন করছে। আইভী রহমান আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমরা আপনার বিচার আদায় করতে পারি নি।

আজ তাদের জামায়াতী দোসররা এই ব্লগে নানা রকম নাম নিয়ে তাদের কৃতকর্মের সাফাই গাইছে। জামায়াতীরা এখানে প্রকাশ্যেই লিখছে তারা আবার 21শে আগস্ট ঘটাতে চায়। প্রতিশোধের নাম নিয়ে দেশের কৃতি সন্তানদের হত্যা করতে চায়। কিন্তু আইভী রহমান, জেনে রাখবেন আল্লাহ ইয়াজিদকে রক্ষা করেন নি, তিনি জামায়াতকেও করবেন না। এই যুদ্ধে আমরা নিশ্চয়ই জয়ী হবো।

21শে আগস্টের শহীদদের রক্ত কখনই বৃথা যেতে পারে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.