টেক জায়ান্ট অ্যাপল তাদের অপারেটিং সিস্টেম আইওএস ৭-এর তৃতীয় প্রজন্মের বেটা ৩ নিবন্ধিত ডেভেলপারদের মাধ্যমে পরীক্ষা করাচ্ছে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, যেসব গ্রাহক আইওএসের আগের ভার্সনগুলো ডিভাইসে ইনস্টল করেছেন, তাদের আপডেট করার অনুরোধ জানানো হয়েছে।
নতুন বেটা ভার্সনে সিস্টেম ফন্ট পরিবর্তন করা হচ্ছে। এ ছাড়াও আইওএস ৭-এর প্রথম দুটি ভার্সনে হেলভেটিকা নিউয়ি লাইটের কারণে স্ক্রিনের লেখা পড়তে সমস্যার মুখোমুখি হতে হয়। বর্তমান আইওএস ৭ ভার্সনে হেলভেটিকা নিউয়ি রেগুলার ব্যবহার করা হয়েছে। এর ফলে নতুন ভার্সনটিতে আগের সমস্যাগুলো আর থাকছে না। লাইট এবং আল্ট্রালাইট ব্যবহারেও আগের চেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এ ছাড়াও লকস্ক্রিনে আগের চেয়ে বড় স্ট্যাটাস বার যোগ করা হয়েছে। আইওএসের নতুন ভার্সনে থাকছে অ্যাপ ডাউনলোডের জন্য নতুন অ্যানিমেশন, আরও আধুনিক নিয়ন্ত্রণসম্পন্ন নতুন মিউজিক প্লেয়ার এবং উন্নত ক্যালেন্ডার অ্যাপ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।