শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মানোন্নয়ন না হওয়ায় বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খানকে প্রশ্নও করেন সরকারপ্রধান।
যুক্তরাজ্য ও বেলারুশে সপ্তাহব্যাপী সফর শেষ বুধবার দুপুর ২টার দিকে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী।
এ সফরে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের ঢাকা-লন্ডন, লন্ডন-বেলারুশ, বেলারুশ-ঢাকা ফ্লাইটে ভ্রমণ করেন তিনি।
বিমানবন্দরে নেমে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা।
সৈয়দ আশরাফের পাশে থাকা সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের পাশেই ছিলেন বিমানমন্ত্রী ফারুক খান।
আশরাফের সঙ্গে কুশল বিনিময়ের পরে প্রধানমন্ত্রী সরাসরি ফারুক খানের দিকে তাকিয়ে বলেন, “এই যে আপনি এখানে, আপনি করেন কী?”
ইনফ্লাইট ডিউটি ফ্রি শপের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সেই ১৪/১৫ বছর আগে যা ছিল, এখনো তাই আছে। ভেরিয়েশন না হলে, আরো বেশি পণ্য না থাকলে লোকজন নেবে কেন?”
ডিউটি ফ্রি শপে দেশীয় পণ্য রাখারও পরামর্শ দেন তিনি।
উড্ডয়নকালীন সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “ফ্লাইটে খাবার-দাবারও আগের মতোই। ”
বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে শিশুদের জন্য খেলনার ব্যবস্থা রাখা হলেও বিমানে সে ব্যবস্থা না থাকায় প্রধানমন্ত্রী বলেন, “বাচ্চাদের জন্য কোনো খেলনার ব্যবস্থাও নাই। ”
পুরোটা সময় বিমানমন্ত্রী ফারুক খান আমতা আমতা করতে থাকেন।
“সব করা হবে, সব করা হবে,” বলে যান গোপালগঞ্জের এই সংসদ সদস্য। ওই জেলারই সংসদ সদস্য শেখ হাসিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।