আমাদের কথা খুঁজে নিন

   

সমালোচনা করেন ভালো কথা, কিন্তু না বুঝে মিথ্যাচার করেন কেন?

মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত একটা লিন্ক দেখলাম, কয়েকজন ব্লগার খুব প্রচার করছেন যে, শাপলা চত্বরের মহাসমাবেশে নাকি বলা হয়েছে, আমাদের শরীরে মাওলানা মওদুদির রক্ত প্রবাহিত। শুনে তো আমরা মাথা পুরাই ঘুরে গেল। যারা সারা জীবন মওদুদিবাদের বিরোধিতা করেছেন, তারা বলেছেন এই কথা!!!!!!!!!!! আসলেই কি তাই?? একটু খেয়াল করে ভিডিওর বক্তব্যটা আবার শুনুন কার কথা বলা হয়েছে এখানে? মওদুদি নাকি মাদানী? আসলে যারা এই ভিডিও প্রচার করছেন, তারা কোন দিন মাওলানা মাদানীর নাম শুনেন নি, তাই মাদানিকে মওদুদি মনে করে ধরা খেয়েছেন। মাওলানা মাদানী হলেন, দেওবন্দের একজন বিখ্যাত আলেম, যিনি মওদুদিবাদিদের বিরোদ্ধে অনেক বই লিখে গেছেন। সো সমালোচনা করেন ভালো কথা, কিন্তু না বুঝে মিথ্যাচার করেন কেন? ------------------------------------------- মাদানী (রহঃ) সম্পর্কে জানতে হলে এই পোস্ট পড়তে পারেন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।