ইলিয়াস কাঞ্চন ১৪ দফা দাবি নিয়ে শহীদ মিরারে গত শনিবার অনশন করেছেন। নিরাপদ সড়ক চাই শুধু বলেই আসছেন, তাতে কোন লাভ হচ্ছে না। আর হলেই বা কি? রাস্তা ভাল হলো। কিন্তু চালকের দোষে যে আবার দুর্ঘটনা ঘটছে সেটার কি হবে।
আজ সকাল ১০টায় পরীক্ষা দিতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় মারা যায় দশম শ্রেনীর ছাত্রী রুপা চৌধুরী।
রুপা এবং তার দুই বান্ধবী মিলে সকালে পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যাচ্ছিল । পিছন থেকে তাদের কে একটি বাস ধাক্কা মারে। এতে রুপা মারা যায় । আর বাকি দুজন আহত হয়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে দুটি গাড়ি ভাংচুর করে।
পরে ১১টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এর জন্য প্রশাসনের কি করা উচিত? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।