নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
বর্তমানে দেশে দুটি কার্যক্রম বেশ জোরেসোরে চলছে, একদিকে বিভিন্ন দলের ”সংষ্কার ফমূর্লা” এবং অন্যদিকে দূর্ণীতিবাজ নেতাদের একের পর এক বিচারের রায়। দূর্ণীতিবাজ নেতারে বেশ আক্ষেপের ভিতরই দিনানিপাত করছেন, দলের এত বড় পরিবর্তন কিংবা ঘষা মাজা হচ্ছে আর তাতে নিজ নিজ দলের বাঘা বাঘা নেতারা তাদের মূল্যবান মতামত দিতে না পারার যে আক্ষেপ তাতে কি বন্দীদশার দু:খ থেকে আরও একধাপ দু:খ বাড়িয়ে দিচ্ছেনা। সে অনুসন্ধানে নাই বা গেলাম। কারণ চোর. দূর্ণীতিবাজদের পক্ষে আমারা সাধারণরা তাদের পক্ষে নই।
আর অপরদিকে যে সংষ্কার ফর্র্মূলা তৈরীতে যারা ব্যাস্ত তারা কি ভেতরে থাকা নেতাগুলির কথা একটিবারেও ভাবছেন? সংস্কারে তাদের ভাগ্যে কি থাকছে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।