আমাদের কথা খুঁজে নিন

   

আবারো যখন সমস্যা : একদিকে ব্যান অন্যদিকে...

সবই প্যাচাল

প্রিয় ব্লগারগণ, আপনারা ব্যস্ত হইয়া পড়িয়াছেন ভ্যান না ব্যান নিয়ে। কে কার পিছনে লাগিয়া, বা খেপাইয়া মুখ চিপিয়া দরা যায়! যাহোউক আপনারা সফল মানুষ হইয়া গিয়াছেন। সাধু চলিতের সংমিশ্রণ করিয়া জীবন চালাইতেছেন, কিন্তু আমার অবস্থা শোচনীয়। কি করিব ভাবিয়া পাইতেছি না। অথবা, কি করা উচিত এই মুহূর্তে? অর্থাত্ গুরুতর সমস্যায় ঘুরপাক খাইতেছি।

আসলে কি কোন উপায় রহিয়াছে? গ্রামীণ-এর কেরামতিতে বাসায় গিয়া মনমেজাজ ভালো রাখিতে পারিতেছি না। বিনা পয়সায় গালাগালও দিতে পারিতেছি না, ২ টাকায় প্রতি মিনিট গালাগালি দিতে দিতে আমার এ মাসের বেতনের প্রায় সব টাকা শেষ করিয়া ফেলিয়াছি। বোধ হয় বোনাসের টাকাকেও ধরিতে হইবে। প্লিজ এক উপায় বাতলে দিন! কিভাবে গঙ্গায় গিয়া মুক্তি স্নান করিবো? কিভাবে ইন্টারনেট-এ নিদেন পক্ষে ৮০-১৪০ কিলোবিট/সেকেন্ড স্পিড লইয়া মরিতে পারিবো। সত্বর জানান।

নইয়ে খালে ডুবিয়া মরিতেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।