মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি কাহিনি শুরু কয়েক প্রতিবেশি শিশুর একটি অভিনব ক্লাবের মিটিং দিয়ে। ক্লাবটি হলো- ‘হি ম্যান ওইমেন হেটার্স ক্লাব’। অর্থাৎ এই ক্লাবের শিশুরা নারী বিদ্বেষী! ক্লাবের সভাপতি ৬/৭ বছরের স্পানকি তাদেও ক্লাব হাউজে অনুষ্ঠিত সভায় তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আলফালফা’র নাম প্রস্তাব করল ক্লাবের জন্য প্রেস্টিজিয়াস রেস প্রতিযোগিতার গাড়ির চালক হিসেবে। কিন্তু মিটিং রুমের কোথাও আলফালফার অস্তিত্ব পাওয়া গেল না। আশ্চর্য ব্যাপার! যে কিনা ক্লাবের সম্মানিত চালক হবে সেই মিটিং-এ লাপাত্তা! আলফালফাকে পাওয়া গেল একটি লেকে বোটিং-এ ব্যস্ত অবস্থায়।
সর্বনাশ! আলফালফার সাথে মেয়েটি কে? ৪/৫ বছরের ফুটফুটে মেয়েটিকে নিয়ে আলফালফা বোটিং করছে। ক্লাবের গুরুত্বপূর্ণ একজন সদস্য এভাবে একটি মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। সর্বনাশ! ক্লাবের অস্তিত্ব দেখি হুমকির মুখে পড়ল। যে করেই হোক আলফালফাকে ঐ মেয়েটির কাছ থেকে ফিরিয়ে আনতে হবে। এভাবেই নাটকীয়তার শুরু।
লিটল রাসকেলরা ডারলার কাছ থেকে তাদের ক্লাবের সদস্যকে সরিয়ে নিতে শুরু করে নানা কসরত। এক পর্যায়ে ডারলা মনে করতে শুরু করল যে, আলফালফা বোধ হয় তাকে নিয়ে অস্বস্তিতে আছে। এরই মধ্যে ধনাঢ্য এক তেল ব্যবসায়ীর শিশুপুত্র ওয়ালডার সাথে ডারলার আলাপ হলো। একদিকে বন্ধুদের কাছ থেকে বিরোধিতা অন্যদিকে অভিজাত ওয়ালডার সাথে প্রতিদ্বন্দ্বিতা, আলফালফা কীভাবে সামাল দেবে এতসব? ছবিটির শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে শিশুদের জন্য নির্মল বিনোদন। শেষ পর্যন্ত অবশ্য রেসিং প্রতিযোগিতার চমৎকার সমাপ্তি ছবিটিরও একটি কাঙ্খিত শেষ নিশ্চিত করেছে।
ছোট ছোট বাচ্চাদের অসাধারণ অভিনয় দ্যা লিটল রাসকেলস্ চলচ্চিত্রটির সবচেয়ে আকর্ষণীয় দিক। ১৯৯৪ সালে নির্মিত এই হলিউডি মুভিটি শিশুদেরকে ৮০ মিনিটের এক দুর্দান্ত বিনোদন যোগাতে সক্ষম। ছবিটি নির্মাণ করেছেন পেনেলোপে স্ফেরিস।
ছবিটির ডাউনলোড লিংক এই মুহুর্তে দিতে পারলাম না বলে দুঃখিত। আমি বেশ কয়েক বছর আগে ইউটরেন্ট-র সাহায্যে ছবিটি নামিয়েছিলাম।
এবার ১৪ ও ১৫ অক্টোবর সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা ফিল্ম সোসাইটি আয়োজিত দু'দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিন প্রাথমিক পর্যায়ে অধ্যয়নরত ৫ শতাধিক শিশু এই ছবিটি উপভোগ করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।