আমাদের কথা খুঁজে নিন

   

৩২তম বিসিএসের প্রজ্ঞাপন জারি

আমার এই পথ চলাতেই আনন্দ... বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) আজ বৃহস্পতিবার ৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রজ্ঞাপন জারি করেছে। বিশেষ এই বিসিএসের মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি, নারী ও উপজাতীয় কোটায় লোক নিয়োগ করা হবে। পিএসসির তথ্য কর্মকর্তা মীর মোশাররফ হোসেন আজ দুপুরে জানান, প্রজ্ঞাপনটি দু-এক দিনের মধ্যে বিজ্ঞাপন আকারে পত্রিকায় প্রকাশ করা হবে। তথ্য কর্মকর্তা জানান, ৩২তম বিসিএসে ১৪টি... কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৪৮৯ জন কর্মকর্তা নিয়োগ করা হবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, নারী কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। বিশেষ এ বিসিএসের মাধ্যমে সবচেয়ে বেশি কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৩৩১ জন ও ডেন্টালে নিয়োগ দেওয়া হবে ৪৪ জনকে। মুক্তিযোদ্ধা সন্তানেরা দীর্ঘদিন ধরে বিশেষ বিসিএসের দাবি করে আসছিলেন। তবে তাঁদের দাবি ছিল সাধারণ ক্যাডারসহ সব ক্যাডারে বিশেষ বিসিএসের মাধ্যমে লোক নিয়োগের। কিন্তু এতে রাজি হয়নি পিএসসি লিংক-http://www.bpsc.gov.bd/2011/public/documents/20111020163837.pdf

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.