আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপে ১ম রাউন্ড শেষে ৩২তম সিদ্দিকুর

প্রথম হোলেই বার্ডি করে শুরুটা দারুণ করেছিলেন সিদ্দিকুর। ৬ নম্বর হোলেও পারের চেয়ে এক শট কম খেলেন। ৯ নম্বরে বোগি করলেও দুশ্চিন্তার কোনো কারণ ছিল না। তবে ১২ নম্বর হোলে ট্রিপল বোগি করে পরের হোলেই ডাবল বোগিতে অনেকটা পিছিয়ে পরেন তিনি।
অবশ্য ১৪ নম্বর ও শেষ হোলে আবার বার্ডি করে ফিরে আসেন আক্রমণাত্মক মেজাজেই সম্প্রতি হিরো ইন্ডিয়ান ওপেন জেতা সিদ্দিকুর।


তবে সিদ্দিকুর হতাশাটা একটু কমতে পারে এটা ভেবে যে, অনেক খ্যাতনামা গলফারও আছেন তার সঙ্গে বা পেছনে।
এই রয়াল মেলবোর্ন গলফ ক্লাবেই সিদ্দিকুরের খেলা আগের টুর্নামেন্ট ট্যালিস্কার মাস্টার্স জেতা অস্ট্রেলিয়ার ঘরের ছেলে অ্যাডাম স্কট পারের চেয়ে চার শট বেশি খেলে আছেন ৪৬তম অবস্থানে। তিনি এক ১২ নম্বর হোলে করেছেন কুইনটাপল বোগি (পারের চেয়ে ৫ শট বেশি খেলা)।
সিদ্দিকুরের সমান স্কোর নিয়ে আছেন ওই টুর্নামেন্টে তৃতীয় হওয়া বিশ্বের সাবেক এক নম্বর গলফার ফিজির বিজয় সিং ও ১৯টি ইউরোপিয়ান ট্যুর জেতা স্পেনের মিগেল আনহেল হিমেনেস।
আর ভারতের সেরা গলফার গগনজিত ভুলার তো পারের চেয়ে ১১ শট বেশি খেলে সবার নিচে আছেন (৬০তম)।


দিনশেষে পারের চেয়ে ৫ শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন ডেনমার্কের টমাস বিয়ার্ন ও যুক্তরাষ্ট্রের কেভিন স্ট্রিলম্যান।
দলগত প্রতিযোগিতাতেও পারের চেয়ে ৫ শট কম নিয়ে সবার উপরে আছে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র দল। আর মোট ১২ শট বেশি খেলে নিউ জিল্যান্ডের সঙ্গে সবার নিচে আছে ভারত।
সিদ্দিকুর ছাড়া আর কোনো বাংলাদেশী গলফার বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়ায় এই প্রতিযোগিতায় নেই বাংলাদেশ।
দলগত বিভাগে অবশ্য আলাদা কোনো প্রতিযোগিতা হচ্ছে না।

একটি দেশের দুই গলফারের স্কোর যোগ করেই এ বিভাগের মোট স্কোর ধরা হচ্ছে।
এককের মোট প্রাইজমানি যেখানে ৭০ লাখ ডলার, সেখানে দলগত বিভাগের মাত্র ১০ লাখ ডলার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।