বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ বৃহস্পতিবার ৩২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। ৩২তম বিসিএসে ২ হাজার ৫৯২ জন উত্তীর্ণ হয়েছেন।
এদের মধ্যে ১ হাজার ৬৮০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। আর বাকিদের পদ খালি থাকা সাপেক্ষে বিভিন্ন নন ক্যাডার পদে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছে পিএসসি।
আজ বিকাল সাড়ে ৩টার পর কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd ) চূড়ান্ত ফল পাওয়া যাচ্ছে।
এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে ফল জানতে BCS লিখে স্পেস দিয়ে ৩২ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
এর আগে গত বছরের ৯ মার্চ ৩২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২৪ হাজার ৫৬২ জন অংশ নিয়ে লিখিত পরীক্ষার জন্য ১০ হাজার ৮০৮ জন উত্তীর্ণ হন। গত ১১ থেকে ১৯ জুন আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন দুই হাজার ৭৮৮ জন প্রার্থী।
এক হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগ দিতে ২০১১ সালের ১৯ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
বিজ্ঞপ্তিতে এই বিসিএসের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, নারী কোটায় ১৩০ জন এবং উপজাতি কোটায় ২০১ জনকে নিয়োগ দেয়ার কথা বলা হয়েছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।