দেলওয়ার হোসেন লিপু ভাঙ্গালিংক মনে করতাছে চ্যানেলে নতুন নতুন এ্যাড দিলেই মনে হয় পাবলিক বাংলালিংক এর সীম কিনতে কিনতে পেরেশান হয়ে যাবে। চিন্তাভাবনা যদি এরকম হয তা হলে অবশ্যই তা ফাউল চিন্তা। বাংলালিংক এর ডিলার রা নানা ভাবে সীম/আই টপ এর সীম কুক্ষিগত করে রাখে। গ্রামীন ফোন যেখানে প্রতি মাসে বাজার সম্প্রষারন করছে নতুন ফ্ল্যাক্সি-লোড পয়েন্ট দিচ্ছে / নতুন নতুন টেলকো দিচ্ছে সেখানে বাংলালিংক এর কর্মকান্ড যথেষ্ট বিরক্তীকর। আমি বাংলা লিংক সীম বিক্রি করার জন্য আমার দোকানের নামে কোড অপেনিং করার জন্য লাফা-লাফি করতে করতে আমার জান শেষ, শুধু বলে আপাততঃ কোড অপেন করা যাবে না, পেয়ে যাবেন ওয়েট করেন, এখন না কি কি ক্যাম্পেইন চলতেছে তাই কোড অপেন হবে না,, আই-টপ এর ও সীম আপাততঃ দিবে না হেন তেন তালিবালি। মাথা নষ্ট এখন বলেনতো আমি বিক্রেতা হিসেবে কেনো সীম পাব না ?? সীম যে পাচ্ছি না এই অভিযোগ কার কাছে করবো ?? বাংলালিংক এর ডিলারদের বিরুদ্ধে অভিযোগের কোন সিষ্টেম আছে কি না ?? সীম যখান পাচ্ছি না কি আর করা কাষ্টমার-কে বুঝিয়ে সুঝিয়ে গ্রামীন কিংবা রবি সীম দিয়ে দিচ্ছি অথচঃ কাষ্টমার কিন্তু বাংলালিংক সীম নিতে এসেছিল। তয় বুজেন অবস্থা। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলা লিং ভাঙ্গা লিংক হতে কি আর সময় লাগবে?????? শুধু আমার যে প্রবলেম হচ্ছে তা তো না ?? এন্টার বাংলাদেশে নিশ্চয় এ রকম কয়েক লক্ষ দোকানদারের প্রবলেম হচ্ছে!!! আর ওরাও ঠিক আমার মতো গ্রামীন কিং বা রবি সীম গ্রাহক-কে ধরিয়ে দিচ্ছে। তাহলে প্রতি সপ্তাহে নিশ্চয়ই কয়েক লক্ষ গ্রাহক হারাচ্ছে বাংলালিংক। তাই-তো বলি বাংলালিংক ভাঙ্গালিংক ই থাকবে কখনো বাংলালিংক হতে পারবে না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।