আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালিংক ইন্টারনেট স্পীড নিয়ে চরম প্রতারনা! সতর্ক থাকুন। বাংলালিংক ইন্টারনেট কে না বলুন।

এটি একটি পাব্লিক ব্লগ ৭৫০ টাকা আনলিমিটেড। যদিও আনলিমিটেড না প্রতি সপ্তাহে ৩ জিবি করে মোট সারা মাসে ১২ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে। এক বছর আগে ঠিক এখানে বসেই আমি বাংলালিঙ্কের ইন্টারনেট ব্যবহার করেছি তখন স্পীড ছিল অ্যাভারেজ 20KB/sec এর উপরে। আর এখন 3KB/sec এর নিচে। তবে খরচ আগের মতোই।

দিনে দিনে উন্নতির পরিবর্তে অবনতি ঘটছে। এদিকে আবার ইন্টারনেটের দামও কমছে না। কি আর করা পুরো মাসের টাকাটাই পানিতে গেল। এরকম স্পীডে কাজ করতে গেলে সময় - শ্রম - মেধা সব কিছুই লোপ পাবে। যা হোক এই বাজে ইন্টারনেট সার্ভিস দিয়ে আর কিছু করতে পারি আর না পারি অন্তত এই পোস্টটা ভালোই ভালোই শেষ করতে পারলেই আমার আত্মা শান্তি পাবে।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.